বিনোদন ডেস্ক : আগামী ২৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সব থেকে অালোচি ও সমালোচিত অভিনেত্রীর বিতর্কীত ছবি ‘মাস্তিজাদে’। বর্তমানে ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি লিওন।
এদিকে সানি লিওন এই ছবির প্রচারণায় নতুন একটি পন্থা অবলম্বন করেছেন। প্রচারণার অংশ হিসেবে সানি লিওন তার এই ছবির টিকেট নিজ হাতে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন।
জানা গেছে আজ ২৮ জানুয়ারি ভারসোভার পিভিআর আইকন এবং বান্দ্রার গায়েতি গ্যালাক্সি সিনেমা হলে টিকিট বিক্রি করবেন সানি লিওন।
এদিকে এ খবরটি প্রকাশের পর থেকেই সানির হাত থেকে টিকিট নেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকেই। শুরু হয়েছে দর্শকের লম্বা লাইন।
মাস্তিজাদে সিনেমাটির পরিচালনা করেছেন মিলাপ জাভেরি। প্রযোজনা করেছেন প্রীতিশ নন্দী এবং রঙ্গিতা নন্দী।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন