বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৪:১৮:৩৩

ক্যাটরিনার চুলে রঙ করাতে খরচ ৫৫ লাখ টাকা!

ক্যাটরিনার চুলে রঙ করাতে খরচ ৫৫ লাখ টাকা!

বিনোদন ডেস্ক : সাজগোজে অন্যরকম মেয়েরা।  নায়িকাদের বেলায় তো কথাই নেই।  নিয়মিত স্পা, ফেসিয়াল, হেয়ারকাট, হেয়ার স্টাইলিং- ফ্যাশন স্টেটমেন্ট ঠিক রাখতে এগুলো মাস্ট আজকের দুনিয়ায়।

খরচ যতই হোক, নিজেকে অন্যরকম দেখাতে গ্ল্যামার জগতের নায়ক-নায়িকাদের মতোই নিজেকেও ঝাঁ চকচকে রাখতে চান ফ্যাশন কনশাস নারী-পুরুষরা।  

তবে এবার হেয়ারস্টাইলিং করতে গিয়ে ক্যাটরিনা কাইফ যা করেছেন তা অনুসরণ করতে হলে হাতে হারিকেন ধরতে হবে আম জনতার।  কারণ ক্যাটের চুল রঙ করতে খরচটা হাজারে নয়, লাখে হয়েছে।  তাও আবার দু’এক লাখ নয়, গুনে গুনে ৫৫ লাখ।

বলি দুনিয়ায় খবর, আপকামিং ফিল্ম ফিতুরের চরিত্রের জন্য এই বিশাল টাকা খরচ করে চুল লাল করিয়েছেন ক্যাটরিনা কাইফ।  খুঁতখুঁতে ক্যাট চুলে মনের মতো শেড পেতে দেশি কোনো হেয়ার কালার এক্সপার্টের ওপর ভরসা করতে পারেননি।

তাই এ দায়িত্ব দেন লন্ডনের এক বিশেষজ্ঞকে।  দু’এক মাস অন্তর অন্তর চুলে নতুন করে এক কোট কালার দিতে লন্ডন ছুটেছেন তিনি।  প্রতিবারের ফার্স্ট ক্লাস টিকিট, ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা, সঙ্গে হেয়ার এক্সপার্টের পারিশ্রমিক, সবমিলিয়ে বিপুল খরচের বোঝা।

তাতে খরচ হয় প্রায় ৫৫ লাখ টাকা।  যদিও ক্যাটরিনা বা তার সঙ্গীসাথী কেউই এ খবরের সত্যতা স্বীকার করেননি।  স্বীকার না করলেও কি তা গোপন থাকে?
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে