বিনোদন ডেস্ক : প্রেম ভেঙে গেছে। এখন সিঙ্গেল আছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এই প্রেমের ধাক্কা সামাল দিতে না দিতে আবারও নাকি তিনি প্রেম করতে মরিয়া হয়ে উঠেছেন! আর এ কথা অন্য কেউ নন, স্বীকার করেছেন ক্যাট নিজেই। তবে সেটা বাস্তবে নয়, পর্দাকেই বেছে নিয়েছেন তিনি।
সম্প্রতি ক্যাটরিনা জানিয়েছেন প্রেমের কাহিনী তার খুব বেশি পছন্দ। আর তাই খুব এনজয়ও করেন রোমান্টিক ছবিতে অভিনয় করতে। এমন চরিত্রের সাথে তিনি নিজেকে বেশ মানিয়ে নিতেও পারেন বলে অকপটে স্বীকার করেছেন।
ক্যাটরিনা মনে করেন, ছবি বানানোর জন্য লাভস্টোরি পারফেক্ট। তার মধ্যে সংঘাত, দুঃখ অনেক কিছুই থাকতে পারে।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন