বিনোদন ডেস্ক : ক্যাটরিনার সাথে প্রেম অতঃপর ব্রেকআপ বেশ ঝক্কির মধ্যেই পড়েছেন রণবীর কাপুর। একদিতে তার প্রেম যেমন ছুটেছে অন্যদিকে টাকাও গিয়েছে বিশাল অংকের। যা অনেকের কাছে ‘আম ছালা দুটোই হারানোর মত’।
এদিকে প্রেমের এ ঝক্কি সামাল দিতে এবার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন রণবীর কাপুর। ক্যাট সুন্দরী আর অর্থ অপচয়ের পর রণবীরের অন্তরে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা এবার কাটিয়ে উঠার চেষ্টা করছেন তিনি।
তবে খব শোনা যাচ্ছে ক্যাট সুন্দরীর পর এবার নাকি রণবীর নতুন করে প্রেমে পড়েছেন। তবে কোন মানবীর প্রেমে নয়। তিনি নাকি এখন ফুটবলের প্রেমে মজেছেন।
সূত্র জানিয়েছে, ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ির পর সময় কাটাতে এবং মনোযোগ অন্যদিকে সরিয়ে ঘুরিয়ে নিতে নিয়মিত ফুটবল খেলছেন রণবীর। সম্প্রতি তাকে অভিষেক বচ্চন, দিনো মারিয়া, আদিত্য রায় কাপুরের সঙ্গে একটি চ্যারিটি ফুটবল ম্যাচেও অংশ নিতে দেখা গেছে।
এদিকে রণবীর কাপুর স্থানীয় পর্যায়ের কয়েকটি ফুটবল ম্যাচ খেলার জন্য স্পেনের বার্সেলোনায় যাওয়ারও নাকি পরিকল্পনা করেছেন। দেশের বাইরে গিয়ে ফুটবল নিয়ে ব্যস্ত থাকলে নাকি তার মনের উপর থেকে ক্যাটরিনার প্রভাব কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। আর তাই তিনি ফুটবলকেই এখন নতুন ক্যাটরিনার বিকল্প প্রেমিকা ভাবতে শুরু করেছেন।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন