বিনোদন ডেস্ক : ক্যাটরিনার সাথে রণবীরের ছাড়াছাড়ি এখন আর এ খবর নতুন কিছু নয়। এই ছাড়াছাড়ির নেপথ্য নায়ক সালমান খান! এমনটাও খবর রটেছে বহুবার।
এদিকে ক্যাট-রণবীরের বিচ্ছেদে সালমানের সম্পৃক্ততা রয়েছে, এমন কথা মুখ ফুটে এখনও কেউ বলেননি এতদিন। তবে এবার নতুন করে তাদের বিচ্ছেদটা আলোচনায় নিয়ে এসেছেন আসন্ন ‘জগ্গা জাসুস’ ছবির নির্মাতা অনুরাগ বসু!
এবার অনুরাগ বসু ক্যাটের সাথে রণবীরের বিচ্ছেদের জন্য সরাসরিই দোষলেন সালমান খানকে! তিনি দাবীও করলেন, ক্যাটরিনা ও রণবীরের ব্রেকআপের পিছনে সম্পূর্ণভাবেই দায়ী সালমান খান!
নির্মাতা অনুরাগ বসু ‘জগ্গা জাসুস’ নামে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। তবে ক্যাট ও রণবীরের বিচ্ছেদের কারণে বেশ ঝামেলায় পড়েছেন এই নির্মাতা। কেন না, বেশ ছন্দে চলছিল ‘জগ্গা জাসুস’ ছবির শুটিং। আর সেই ছন্দে পতন ঘটিয়েছে ক্যাট-রণবীরের বিচ্ছেদ। অার এর জন্য নির্মাতার যত ক্ষোভ তা পুরোটাই সালমানের উপর।
অনুরাগ বসু সরাসরিই বলছেন, সালমানের জন্যই ক্যাটরিনা ও রনবীরের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। যার জন্য ক্যাট-রণবীরকে এক সঙ্গে মেলাতে পারছেন না তিনি।
ক্যাটরিনার সাথে সালমানের সাক্ষাৎকেই রনবীরের সাথে ছাড়াছাড়ি হওয়ার কারন হিসেবে উল্লেখ করেছেন নির্মাতা অনুরাগ বসু।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন