বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অমির খান এবং অভিনেত্রী জুহি চাওলা প্রায় একসঙ্গেই ক্যারিয়ার শুরু করেছেন রূপালি পর্দায়। এই জুটির ছবি ‘কেয়ামত সে কেয়ামত তাক’তে অভিনয়ের পর প্রায় এক ডজনেরও বেশি ছবি জুটি হয়ে অভিনয় করেছেন। কিন্তু হঠাৎই যেন কি হয়েগেল জুহির। আমিরকে উদ্ধেশ্য করে তিনি বললেন, আমির নাকি একটা আস্ত শয়তান!
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহি চাওলা বলেন, আমির খানকে আমরা অনেকেই সাদাসিধে এবং নিষ্পাপ মনে করি। কারণ বাস্তবে তাকে দেখতে অনেকটা নিষ্পাপ মনে হলেও আসলে আমির একটা শয়তান। আর এই মন্তব্যকে নিয়ে শুরু হয় বলিউডে জোর গুঞ্জন। হঠাৎ এমন কি হয়েগেল জুহির, আর আমিরই বা কি করলো যার কারণে সহ অভিনেত্রীর নিকট থেকে এমন মন্তব্য সহ্য করতে হবে তাকে?
তা নাহলে তাদের এতো দিনের বন্ধুত্বের মাঝে কেনইবা ফাটল ধরলো? কিছুদিন আগেও যে জুহি আমির-শাহরুখের সাথে অভিনয় করতে চেয়েছিলেন। আর আজ কিনা তিনি আবার আমির কে শয়তান বলতে এক মুহত্য দেরি করলেন না। তবে যে তার এতদিনের ভালো বন্ধু জুহি কেন তাকে এই গালমন্দ করলেন? তার কারণও তিনি ব্যাখ্যা করছেন।
জানা যায়, ঘটনাটা আসলে তেমন কিছুই নয়। বেশ কিছুদিন আগে তিনি আমিরের সাথে ‘তুম মেরে হো’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। অার সে সময় আমির তাকে ভয় দেখানোর জন্য তার পেছনে সত্যিকারের একটি সাপ ছেড়ে দিয়েছিলেন। অার সেই থেকেই জুহির কাছে আমিরের পরিচয় শয়তান হিসেবে। আসলে বন্ধুত্বের মাঝে এমন একটু আধটু হয়েই থাকে। তাই বলে এই বিষয়টি খুব করে নেয়ার তেমন কিছুই নেই।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই