বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৯:৫১:২১

আগাম আয়কর দিয়ে সবার উপরে যে তারকা

আগাম আয়কর দিয়ে সবার উপরে যে তারকা

বিনোদন ডেস্ক : অন স্ক্রিনে হোক বা অফ স্ক্রিনে, তারাই প্রকৃত তারকা। আগাম আয়কর দিয়ে দেশের উন্নয়নে গতি আনার ক্ষেত্রেও পিছিয়ে নেই বলিউড তারকারা। দেশের সবচেয়ে বেশি আয়কর দেয়া ব্যক্তিদের তালিকায় উপরের দিকেই থাকে এই সব তারকাদের নাম। ২০১৫-১৬ আর্থিক বছরে আগাম আয়কর দেয়ার ক্ষেত্রে যে সব বলিউড তারকারা তালিকার উপরের দিকে রয়েছেন জেনে নেব তাদের নাম।

সালমান খান : ২০১৫ সালটা তার বেশ ভালই গিয়েছে। তাই ২০১৫-১৬ সালের আগাম আয়কর দেয়ার ক্ষেত্রেও তিনি বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে উপরে অবস্থান করেছেন। তিনি বলিউড সুপারস্টার সালমান খান। এবার মাত্র ২০ কোটি টাকা আয়কর দিয়েছেন তিনি।

অক্ষয় কুমার : ২০১৫ সালে তার অভিনীত চারটি ছবিই (বেবি, গব্বর, ব্রাদার এবং সিং ইজ ব্লিং) ভাল আয় করেছে। আর ২০১৬ সালের শুরুটাও বেশ ভালই হয়েছে এয়ারলিফ্ট ছবির হাত ধরে। ২০১৫-১৬ সালের আগাম আয়কর দেয়ার ক্ষেত্রেও অক্ষয় কুমার বলিউড তারকাদের মধ্যে দু’নম্বরে রয়েছেন। এবার মাত্র ১৬ কোটি টাকা আয়কর দিয়েছেন তিনি।

রণবীর কাপুর : ২০১৫ সালটা তার খুব একটা ভাল যায়নি। ক্যাটরিনাকে নিয়েও ইদানীং তার বেশ চাপ চলছে। তবে তাও তিনিই ইয়াঙ্গিস্তানের আইকন। তিনি রণবীর কাপুর। ২০১৫-১৬ সালের আগাম আয়কর দেয়ার ক্ষেত্রে রণবীর বলিউড তারকাদের মধ্যে তিন নম্বরে রয়েছেন। এবার মাত্র ১৫ কোটি টাকা আয়কর দিয়েছেন তিনি।

শাহরুখ খান : ২০১৫ সালে তার একটাই ছবি মুক্তি পেয়েছে, তাহলো দিলওয়ালে। আর এই ছবিতেই বাজিমাত করেছেন তিনি। এই ছবি ২০১৫ সালে যে ১৪ দিন পেয়েছিল তাতেই আয় করে ফেলেছে ৩৬৫ কোটি টাকা। ২০১৫-১৬ সালের আগাম আয়কর দেয়ার ক্ষেত্রে বলিউড বাদশা রয়েছেন চার নম্বরে। এবার মাত্র ১৪ কোটি টাকা আয়কর দিয়েছেন তিনি।

অমিতাভ বচ্চন : ৭৩ বছরের এই নায়ক সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে বলিউড দুনিয়ার শাহেনশা। ২০১৫-১৬ সালের আগাম আয়কর দেয়ার ক্ষেত্রে তিনি রয়েছেন পাঁচ নম্বরে। এবার প্রায় ৮.৭৫ কোটি টাকা আয়কর দিয়েছেন তিনি।

আমির খান : নানা বিতর্ক বিবাদে ২০১৫ সালের শেষ থেকে তার সময়টা বিশেষ ভাল যাচ্ছে না। তবে বছরে যদি তার একটা ছবিও মুক্তি পায়, তাহলে চোখ বন্ধ করেও বলে দেয়া যায় যে সে ছবি হিট হবেই। কারণ তিনি বলিউডের অন্য সব নায়কেদের থেকে একটু আলাদা। তিনি হলেন আমির খান। ২০১৪-১৫ সালের আর্থিক বছরে আয়কর দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন ছ’নম্বরে। ওই সময় মাত্র ৩.২৫ কোটি টাকা আয়কর দিয়েছিলেন তিনি। যদিও এখনও এ বছরের আগাম আয়কর জমা পড়েনি তার পক্ষ থেকে। মনে করা হচ্ছে খুব বেশি দেরি করবেন না তিনিও।

সাইফ আলি খান : প্রায় সাড়ে আটশো কোটি টাকার সম্পত্তির মালিক সাইফ আলি খান। তবে আয়কর দেয়ার ক্ষেত্রে বলিউডের অন্য সব তারকাদের থেকে মোটেই পিছিয়ে নেই তিনি। ২০১৪-১৫ সালে মাত্র ৩ কোটি টাকা আয়কর দিয়েছিলেন তিনি। এখনো এ বছরের আগাম আয়কর জমা না দিলেও মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবেন সাইফ।

ঐশ্বরিয়া রাই বচ্চন : বলিউডের গণ্ডী পেরিয়ে হলিউডেও বেশ জনপ্রিয় প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০১৪-১৫ সালে মাত্র ৩ কোটি টাকা আয়কর দিয়েছিলেন তিনি। এ বছর আগাম আয়কর এখনও না দিলেও মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবেন তিনি।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে