বিনোদন ডেস্ক : যা রটে তার কিছু না কিছু তো ঘটে। হ্যাঁ, যদিও এটি একটি প্রবাদ বাক্য। কিন্তু এই প্রবাদের সত্যতা পাওয়া গিয়েছে, তা আবার বলিউডের নায়-নায়িকা দ্বারাই প্রমাণিত। আপনাদের মাঝে প্রশ্ন আসতেই পারে কি সেই সত্যতা? তাহলে এবার আসা যাক মূল ঘটনায়। একদা, বলিউডের 'গ্রিক গড' ঋত্বিক রোশন আর বলিউডের 'রানি' ওরফে কঙ্গনা রানাওয়াতেকে নিয়ে সম্পর্কের রটনা রটানো হয়েছে। তার হাত ধরেই পেজ থ্রির অনেক সাধা পাতা দিনের পর দিন রঙিন কালিতে উজ্জল হয়েছিল।
জানা যায়, ঋত্বিক ও কঙ্গনা মাঝে একটি ঘনিষ্ট সম্পর্কে গড়ে উঠেছে। তবে কেউকেই এই বিষয়ে মুখ ফুটে কিছু বলেতে শোনা যায়নি। কিন্তু এটা কঙ্গনার 'X' তত্ত্বে প্রমাণিত হল, বলিউডের দুই হার্ট থ্রব সম্পর্কে জড়িয়ে ছিলেন। এখন ঋত্বিক তার X। কথায় আছে সত্যি কথা নাকি একদিন না এক দিন প্রকাশ পায়। আর আজ হলোও তাই। কঙ্গনার 'ডুগু' কাহিনী এবার একেবারে লাইম লাইটে। 'ডুগু' আসলে আর কেউ নন স্বয়ং ঋত্বিক রোশন।
শুধু তাই নয়, কঙ্গনার আরো অভিযোগ করেন, 'ঋত্ত্বিক তার ক্ষমতা দেখিয়ে টি-সিরিজের আশিকি থ্রি থেকে তাকে সরিয়ে দিয়েছলেন'। তারপর থেকেই আর ঋত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি এই নায়িকাকে।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই