বিনোদন ডেস্ক : টলিউডের একদশক অতিক্রম করে ছেন দীপক অধিকারী। আরে টলিউড সুপার স্টার দীপক অধিকারী। কি অবাক লাগছে? এই নামে হয়তো টলিউডের কােন নায়কেই আপনি ছেনতে পারছেন না তাইতো? আসলে এই নামে এখন তার পরিবারও তাকে আর ডাকে না। সবার কাছে তিনি দেব নামেই পরিচিত। দেব দ্য সুপারস্টার। টলিউড ইন্ডাস্ট্রির পর টলিউড তারকাদের তালিকায় এখন তিনি এক নম্বরে। আর হবে নাই বা কেন? দেব তো এখন কেবল স্টার নয়, উনি সাংসদের একজন এমপিও। ঘাটাল থেকে তৃণমূলের সংসদ হিসেবে জয় লাভ করেন 'পাগলু'।
'খোকাবাবু'র এই ইন্ডাস্ট্রিতে পথচলা শুরুটা হয়েছিল আজ থেকে ১০ বছর আগে। ১০ বছরের চড়াই উতরাই করে কাটিয়ে দেব এখন লাইম লাইটে। অগ্নিশপথ থেকে শুরু, এরপর দুজনে, সেদিন দেখা হয়েছিল, পাগলু, রোমিও, খোকাবাবু, চ্যালেঞ্জ, রংবাজ, হিরোগিরি, যোদ্ধার মত সিনেমা উপহার দিয়েছেন দেব। একেবারে কমার্শিয়াল হিট থেকে একটু অন্য স্বাদে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'চাঁদের পাহাড়' এতটাই জনপ্রিয় যে, চাঁদের পাহাড় বললে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বদলে অনেকেই বলতে শুরু দেয় দেবের চাঁদের পাহাড়। টানা এক দশক টলিউডে রাজত্ব করেচলেছে দেব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটও করলেন 'হিরো'।
প্রেম থেকে 'কেচ্ছা', শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পরে নতুন প্রেম। ওঠা পড়ার এই ফোয়ারায় দেব এখন একেবারে ওপরে।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই