বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ১১:৫৬:৪৬

অবশেষে রণবীরের বিষয়ে মুখ খুললেন ক্যাটরিনা

অবশেষে রণবীরের বিষয়ে মুখ খুললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গিয়েছে কিনা, সে ব্যাপারে মুখে যেন একেবারে কুলুপ ক্যাটরিনা কাইফের। পেশাদার মানুষ হিসাবে তিনি নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত বলে জানিয়েছেন ক্যাটরিনা। বৃহস্পতিবার ক্যারিনাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে জবাব দেন এ নায়িকা, মানুষের সবসময় নজর থাকে আমাদের ওপর। সুতরাং মিডিয়ায় আমাদের নিয়ে লেখালেখি হবেই। ক্যারিয়ারের শুরুতে আমার সঙ্গে এমন হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই রণবীর, ক্যাটরিনার প্রেম ভেঙে যাওয়ার খবরে গুজব, জল্পনায় সরগরম বলিউড পাড়া। কিন্তু তাতে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে ‘ধুম থ্রি’-র অভিনেত্রী বলেছেন, মিডিয়া ও বলিউড, উভয়েরই পরস্পরকে দরকার। আমরা একসঙ্গে কাজ করি এবং আগমী দেনেও কাজ করে যাব। রণবীরের সাথে আমার সম্পর্ক থাকলেও তার সাথে কাজ করবো আর সম্পর্ক না থাকলেও কাজ করে যাবো। কারন বলিউডে যারা অভিনয় করেন তাদের তো আর সবার সাথে সবার সম্পর্ক থাকেনা। তাই পরস্পরকে চাই আমাদের।

ক্যাটরিনা আরো বলেন, মিডিয়া মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সাহায্য করে। এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। মন্দের সঙ্গেই ভালকে গ্রহণ করতে হবে। কিন্তু ফের তাকে রণবীরের সঙ্গে সম্পর্কে ইতি পড়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ক্যাটরিনা কিছুটা বিরক্তির সুরেই বলে ওঠেন, এখানে আমি এসেছি একটি পেশার মানুষ হিসাবে। আমার কাজের মাপকাঠির বিচারে একজন মহিলা হিসাবে আজ আমি এখানে। নিশ্চয়ই তাকে সম্মান করা উচিত। আশা করি, আপনারা আমার সঙ্গে সহমত হবেন।

রণবীর-ক্যাটরিনা সম্পর্কের শুরু ‘অজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার সেট থেকে। তারপর থেকে তাদের ডেটিংয়ের শুরু। একসঙ্গে দুজনকে নানা সময়ে দেখাও গিয়েছে অতি সম্প্রতি। একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন। কিন্তু সত্যিই তাতে ছন্দপতন ঘটে গিয়েছে কিনা, ক্যাটরিনা অন্তত তা খোলসা করতে নারাজ।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে