শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ১২:৪১:৫০

অক্ষয়কে হারিয়ে দিলেন সালমান

অক্ষয়কে হারিয়ে দিলেন সালমান

বিনোদন ডেস্ক : অ্যাকশনে নয়, একেবারে অন্য মাঠে অক্ষয়কে বিট করলেন সলমন খান। সরে গেলেন অক্ষয়। বিগ বি বা শাহরুখ তো সেখানে অনেকটাই পিছে।

সল্লু মিঞার ২০১৬ কেমন যাবে? জ্যোতিষীর দরকার নাই, আপামর ভারতবাসী এখন ঢলে রয়েছেন বাজরাঙ্গী ভাইজানের দিকে। তার প্রমাণ পাওয়া গেল চলতি আর্থিক বছরের হিসাব থেকে। ২০১৫-এ বলিউডে সব থেকে বেশি আয়কর্তা হিসেবে উঠে এসেছে তার নাম।

২০১৫-এর হায়েস্ট পেড বলিউড অভিনেতা হিসেবে চিহ্নিত হলেন সালমান খান। আয়কর দফতরের হিসাব জানাচ্ছে, তিনিই সবথেকে বেশি পরিমাণ টাকা অ্যাডভান্স কর দিয়েছেন। এই করের পরিমাণ ২০ কোটি টাকা। গত ২ বছরে এই জায়গায় ছিলেন অক্ষয় কুমার। কিন্তু তিনি এবার সরে গিয়েছেন দু’নম্বরে। উঠে এসেছেন সালমান।

আয়কর প্রাদানের তালিকায় গোড়ার দিকেই রয়েছেন রণবীর কাপূর, শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন। এদের প্রদত্ত করের পরিমাণ যথাক্রমে ১৫ কোটি, ১৪ কোটি এবং ৮.৭৫ কোটি টাকা।

২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে