শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ১২:৫১:১১

রেকর্ড গড়ে নয়া নজির শাকিরার!

রেকর্ড গড়ে নয়া নজির শাকিরার!

বিনোদন ডেস্ক : ইউটিউবে শাকিরার গানটির ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় একশো কোটির বেশি মানুষ। আর এটাই নয়া নজির শাকিরার। তৃতীয় লাতিন শিল্পী হিসেবে এই রেকর্ড গড়লেন পিকে-র বান্ধবী।

শাকিরা মানেই ‘হিপস ডোন্ট লাই’। তার কোমড় কথা বলে। সুরের মূর্চ্ছণা তোলে। শাকিরা মানেই ভেসে ওঠে জেরার্ড পিকের মুখ। বার্সালোনার তারকা ফুটবলার পিকের বান্ধবী কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার মুকুটে এবার যোগ হল আরও একটি পালক।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে 'ওয়াকা ওয়াকা' গানটি তৈরি করেছিলেন শাকিরা। প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘থিম সং’ই ছিল ‘ওয়াকা ওয়াকা’। সেই ভিডিওতে কে ছিলেন না? লিও মেসি, জেরার্ড পিকে, নেইমার থেকে আরও অনেককেই দেখানো হয় ভিডিওটিতে। বেশ জনপ্রিয় হয়েছিল সেই ভিডিওটি।

ইউটিউবে শাকিরার গানটির ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় একশো কোটির বেশি মানুষ। আর এটাই নয়া নজির শাকিরার। তৃতীয় লাতিন শিল্পী হিসেবে এই রেকর্ড গড়লেন পিকে-র বান্ধবী। এর আগে ব্রুনো মার্স ও এনরিকে রেকর্ড গড়েছিলেন। মাইলস্টোন ছোঁয়ার পরে শাকিরা বলেন, ‘‘এই গান ও ভিডিওটি আমার জীবন বদলে দিয়েছিল।’’
 

২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে