শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৪:১৪

নতুন পথে পড়শী

নতুন পথে পড়শী

বিনোদন ডেস্ক : ভারতের নামী প্রযোজনা প্রতিষ্ঠান ‘টিপস’-এর সাথে যুক্ত হলেন বাংলাদেশের আলোচিত সংগীতশিল্পী পড়শী। সম্প্রতি ‘টিপস’-এর সাথে পড়শী একটি চুক্তি সাক্ষর করেছেন।

এই চুক্তি অনুযায়ি এই প্রতিষ্ঠান থেকে পড়শীর অ্যালবাম মুক্তি পাবে। চুক্তি সাক্ষরের পরপরই টিপস প্রযোজিত ‘মার যায়ে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন পড়শী।

এই গানটি টিপস প্রযোজিত হিন্দি ছবি ‘লাভসুধা’য় যুক্ত হওয়ার কথা ছিল। পরে ছবিতে গানটি ব্যবহার করা হয়নি। তবে টিপস কর্তৃপক্ষ জানিয়েছে, ছবির প্রচারণার জন্য গানটি বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা হবে। ছবিটি মুক্তি পাবে ৫ ফেব্রুয়ারি।

পড়শী ‘মার যায়ে’ গানটির পিয়ানো সংস্করণে কণ্ঠ দিয়েছেন। তার গানটি ইউটিউবে টিপসের চ্যানেলে আপলোড করা হয়েছে গত বুধবার।

পড়শী বলেন, ‘তারা আমাকে মুম্বাইয়ে গিয়ে গানটির রেকর্ডিং করার জন্য বলেছিল। কিন্তু কনসার্ট আর মেন্টাল ছবির শুটিংয়ের জন্য যেতে পারিনি। পরে বাংলাদেশ থেকেই রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিলাম। তারা পছন্দ করেছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।’
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে