বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন বলিউড কুইনখ্যাত কঙ্গনা রানাওয়াতের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করতে আপত্তি জানিয়েছিলেন।
‘আশিকী থ্রি’তে হৃত্বিকের বিপরীতে কঙ্গনাকে নেয়ার প্রস্তাব করায় নির্মাতাকে এমন আপত্তির কথা সরাসরিই বলেছিলেন হৃত্বিক। আর এরপরই শুরু হয় জল্পনা। কি এমন কারণ! যার জন্য কঙ্গনার সাথে স্ক্রিন শেয়ারিংয়ে কৃষখ্যাত অভিনেতা হৃত্বিকের এতটা আপত্তি?
এদিকে এই জল্পনার সূত্র ধরেই বেরিয়ে এলো থলের বিড়াল। জানা গেলো লুকনো সত্য। যা রীতি মতো বোম ফোটার মত তথ্যই প্রকাশ পেয়েছে।
জানা গিয়েছেন, একদা হৃত্বিক আর কঙ্গনা অফস্ক্রিন প্রেমিক যুগল ছিল। বহুদিন তারা চুটিয়ে প্রেমও করেছেন হাজার চোখ ফাঁকি দিয়ে। তবে এখন তারা উভয়ই উভয়ের কাছে অতীত স্মৃতি ছাড়া অন্য কিছুই নয়।
তবে বলিউডের 'গ্রিক গড' হৃত্বিক রোশন আর বলিউডের 'তনু' ওরফে কঙ্গনা রানাওয়াতেকে নিয়ে সম্পর্কের রটনা আর ঘটনা নিয়ে পেজ থ্রির সাদা পাতা দিনের পর দিন রঙিন রঙিন কালিতে উজ্জ্বল হয়েছিল।
রটেছিল, হৃত্বিক ও কঙ্গনার মধ্যে সম্পর্কে আছে। তবে এ নিয়ে তারা কেউ কিন্তু কখনই মুখ ফুটে কিছু বলেননি। তবে এটা কঙ্গনার 'সাবেক' তত্ত্বে প্রমাণিত হল, বলিউডের দুই হার্ট থ্রব সম্পর্কে ছিলেন।
কথায় আছে সত্যি কথা নাকি বটের মত, আজ চাপলে পরে ঠিকই মাথাচাড়া দিয়ে উঠবেই। আর তাদের ক্ষেত্রে হলোও তাই। কঙ্গনা একবার জানিয়েছিলেন, তিনি ডুগুকে খুব ভালোবাসেন। তার সাথেই ছিলো তার রোমান্স। তবে কে এই ডুগু? সেই কাহিনী কিন্তু এতদিন অজানাই ছিলো সকলের কাছে।
তবে এবার কঙ্গনার সেই 'ডুগু' কাহিনি এবার একেবারে লাইম লাইটে। 'ডুগু' আসলে আর কেউ নন স্বয়ং হৃত্বিক রোশন!
শুধু তাই নয়, কঙ্গনা অভিযোগ করেছেন, হৃত্বিক তার ক্ষমতা ফলিয়ে টি-সিরিজের আশিকি থ্রি থেকে তাকে সরিয়ে দিয়েছলেন’।
এ নিয়ে বলিউড কুইন কঙ্গনাও বেশ বিরক্ত। তিনি এতটাই বিরক্ত যে এরপর থেকেই হৃত্বিকের সঙ্গে আর স্ক্রিন শেয়ার করেননি।
তবে বর্তমানে তাদের অতীত যেভাবে প্রকাশ্যে এসেছে, তা নিয়ে এখন নতুন করে বেশ চর্চা চলছে বলিউডে। চলছে নানা আলোচনা সমালোচনা। এখন দেখার বিষয়, হৃত্বিক কি বলেন?
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন