বিনোদন ডেস্ক : আবারও আদালতের দ্বারস্থ হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। আলোচিত ‘হিট অ্যান্ড রান’ মামলায় হাইকোর্ট থেকে বেকসুর খালাশ পাওয়ার পর বেকে বসেন মহারাষ্ট সরকার। সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট যাওয়া ঘোষণা দেন। সেই সূত্র ধরে এবার সালমান নিজেই সিদ্ধান্ত নিলেন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
জানা গেছে, সালমান খানের মুক্তি প্রবল চাপে ফেলে দিয়েছিল মহারাষ্ট্রের সরকারকে। তদন্তকারীদের অপদার্থতাতেই সালমান মুক্তি পেয়ে গিয়েছেন, এমন ধারণা থেকে বিরোধীরা দাবি করেন, ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টাতেই সালমানের মুক্তির রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে বাধ্য হয়েছে বিজেপি সরকার।
গত ২৩ ডিসেম্বর মহারাষ্ট্রের সরকারি আইনজীবী বম্বে হাইকোর্টকে জানিয়েছেন রাজ্য সরকারে এই সিদ্ধান্তের কথা।
সালমান খান বিজেপি’র সঙ্গে সম্পর্ক ভাল রাখার যথেষ্ট চেষ্টা করেছেন বছরখানেক ধরে। এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশগ্রহণ করে নৈকট্য বাড়ানোর চেষ্টাও করেছেন সালমান খান। তার পর সালমানের মুক্তিতে গুঞ্জন আরও তীব্র হয়েছে।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন