বিনোদন ডেস্ক : বেশ ক’দিন ধরেই কলকাতায় থেকে থেকে শুটিং করে গেলেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। তিনি অবশ্য শুটিং এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের পর ফিরে গেছেন মুম্বাইতে। তবে শাহেন শাহ ফিরে যাওয়ার পর এবার কলকাতায় এসেছেন বলিউড বাদশা শাহরুখ খান।
জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিং খান সরকারি বিজ্ঞাপনের কাজে কলকাতায় এসেছিলেন বৃহস্পতিবার। এর আগে একবার তিনি এসেছিলেন তার দিলওয়ালে মুক্তির পর। তখন অবশ্য সঙ্গে ছিলেন কাজল।
আর এবার বাদশা এসেছেন একাই। নবান্নের থেকে আমন্ত্রণ তাকে জানানো হয়েছিল। সেই অনুযায়ী কলকাতায় এসেছেন বলিউডের এই বাদশা।
পরিবহণ দফতরের একটি বিজ্ঞাপনের কাজে গতকাল বৃহস্পতিবার রাতেই শহরে এসেছেন কিং খান। যদিও এসে বসারও ফুরসত পাননি তিনি। পৌঁছনোর পর গতকাল রাত এগারোটা থেকে টানা দুঘণ্টা শুটিং করেন তিনি।
ময়দান চত্বরে শুটিংয়ের বিভিন্ন দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। বাদশার আশা, কাজ খুবই ভালো হয়েছে। মানুষের ভালো লাগবে।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন