বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকে বহু জনপ্রিয় অভিনেত্রী বলিউড-এর (Bollywood) ছবিতে অভিনয় করেছেন। তাদের মধ্যেই অন্যতম হলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। তার অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ ছিলেন দেশবাসী। সেই সময়কার বহু জনপ্রিয় তারকার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
বহু ব্লকবাস্টার ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। কিন্তু অভিনয়ের পাশাপাশি মাধুরী দীক্ষিত নৃত্য শিল্পী হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তার নাচের প্রশংসা করতেন দর্শকরাও। তবে মাধুরী দীক্ষিত এক সময় চর্চায় থেকেছেন নিজের একটি ভুলের জন্য।
তবে সেটা ব্যক্তিগত জীবনে নয়, পেশাদারী জীবনে এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। একটি ছবিতে অভিনয় করেই তাকে অপমান সহ্য করতে হয়েছিল। ছবির নাম ছিল ‘দায়াবান’ (Dayavan)। এই ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে।
তাও আবার নিজের থেকে থেকে বয়সে বড় অভিনেতা বিনোদ খান্না-এর (Vinod Khanna) সঙ্গে এই দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে। শুধু তাই নয়, শ্যুটিংয়ের সময় একটি ঘটনা ঘটেছিল যে কারণে কেঁদে ফেলেছিলেন মাধুরী। এই ঘটনার কথা অনেকেই জানে না।
আসলে এই ছবির জনপ্রিয় গান ‘আজ ফির তুম পে পেয়ার আয়া হ্যায়’ (Aaj Phir Tum Pe Pyar Aaya Hai)-এর শ্যুটিংয়ে মাধুরী ঠোঁটে একটা চুমু খাওয়ার দৃশ্য ছিল। সেই দৃশ্যের শ্যুটিংয়ের সময় নিজেকে সামলাতে পারেননি বিনোদ খান্না। রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাধুরীর ঠোঁট কেটে গিয়েছিল। কাট বলার পরেও মাধুরীকে ছাড়েননি বিনোদ খান্না।
শ্যুটিংয়ের পর লজ্জায় কেঁদে ফেলেছিলেন মাধুরী। পরে অভিনেত্রী মাধুরী দীক্ষিত জানিয়েছিলেন, যে এই ছবিতে অভিনয় করা তার জীবনের সব বড় ভুল। এরপর আর কোনও ছবিতে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি মাধুরী দীক্ষিতকে।