শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ১১:০৭:২৮

ক্যাটরিনাকে চমকে দিলেন সালমান

ক্যাটরিনাকে চমকে দিলেন সালমান

বিনোদন ডেস্ক : বলিউড হিরো রণবীর কাপুর এবং হিরোইন ক্যাটরিনা কাইফের দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু এই সম্পর্ক ভাঙার নেপথ্যে কে, তা নিয়ে এখনও জল্পনা চলছে বলিউডে। সেই তালিকায় যেমন রয়েছে রণবীরের মা নীতু কাপুর এবং সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের নাম, তেমনই বাদ যাননি ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খানও।

আর এই আলোচনার মধ্যেই বিগ বসের মঞ্চে ক্যাটরিনাকে একটি ‘স্পেশাল গিফট’ দিলেন সালমান খান। আর এই গিফটি পেয়ে যেন চমকে গেলেন ক্যাট সুন্দরী। তাতে যেন বলিউডের বাতাসে এই জল্পনার আগুনে আরেকটু হাওয়া লাগলো। বলিউড পাড়া শুরু হয়ে গেল এই নিয়ে তুমূল আলোচনা।

তবে কি ছিলো সেই বিশেষ উপহার? জানা যায়, সম্প্রতি বিগ বসের মঞ্চে হাজির হয়ে ছিলেন ক্যাটরিনাসহ ‘ফিতুর’ ছবির টিম। ওই ছবিতে আদিত্য রায় কাপুরের চরিত্রটি একজন পেন্টারের। আর তাই সালমান খান মঞ্চে দাঁড়িয়ে আদিত্যকে ক্যাটরিনার একটি ছবি আঁকতে অনুরোধ করেন। সিনেমা পর্দার পেন্টার বাস্তব জীবনে এই প্রস্তাবে পেয়ে বেশ অস্বস্তিতে পড়েযান।

আর এই সুযোগটি হাত ছাড়া করতে চান নি সালমান। ঠিক তখনই এই সুযোগ লুফে নেন ভাইজান সালমান। মঞ্চে দাঁড়িয়ে এঁকে দেন সাবেক প্রেমিকার একটি ছবি। এমনকি তিনি এও বলেন, ‘ক্যাটরিনার মতো শক্ত মনের মানুষ আমি খুব কম দেখেছি। বলিউড ইন্ডাস্ট্রিতে আমি ওর জীবন সংগ্রামের জলন্ত সাক্ষী।’ এর পর নিজের আঁকা ছবিটি ক্যাটরিনাকে উপহার দেন সালমান।

এই ঘটনার পরই রণবীরের সঙ্গে ক্যাটরিনা সম্পর্কের ভাঙনের কারণ হিসেবে আরও বেশি করে উঠে আসছে সালমান খানের নাম। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সালমান-ক্যাটরিনার কেউই।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে