শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৬:৪৭

আমির খান যখন ডাকবে তখনই আমি রাজি : সানি লিওন

আমির খান যখন ডাকবে তখনই আমি রাজি : সানি লিওন

বিনোদন ডেস্ক : একসময়কার বিতর্কীত দুনিয়ার মানুষ ছিলেন সানি লিওন। যা এখন পুরোটাই অতীত। সেখান থেকে তিনি এখন বলিউড অভিনেত্রী। অভিনয় করেছেন অন্তত সাতিটি সিনেমাতে। সামনে আরও কাজ করবেন।

এদিকে বলিউডে সানি মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। সমালোচনাও তাকে নিয়ে কম হয় না। এই তো সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকার নিয়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন তিনি। যা নিয়ে আলোচনা ও সমালোচনা দু’টোই পেয়েছেন তিনি।

সেই আলোচনা আর সমালোচনা চলাকালে বলিউড সুপারস্টার আমির খান নিজেই ইচ্ছে প্রকাশ করেছেন সানি লিওনের সাথে সিনেমা করার। সানিরও দীর্ঘদিনের স্বপ্ন আমির খানে সাথে অভিনয় করা।

কেন না, এই আমির খানই যে তার স্বপ্নে নায়ক। আমির খানের সম্ভব রকম ভক্তও সানি লিওন। তা তিনি একবার নয়, একাধিকবারই বিভিন্ন গণমাধ্যমের সামনে স্বীকারও করেছেন। এবার তার স্বপ্ন পুরণের পালা। আমিরের সাথে অভিনয় করতে পারলেই এই অভিনেত্রীর স্বপ্ন পুরনণ হবে।

আমির খান সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন সানির অতীত নিয়ে তার কোনো সমস্যা নেই। এরপর ‘রং দে বাসন্তী’র ১০ বছর পূর্তি অনুষ্ঠানে বলেছিলেন, সেরকম চিত্রনাট্য পেলে সানির সঙ্গে কাজ করতেও তার কোনো আপত্তি নেই।

আমিরের এ মন্তব্যে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সানি জানান, যে কোনো অভিনেতার কাছেই এ প্রস্তাব স্বপ্নপূরণের। ‘যে কোনো দিন আমাকে যদি এই কাজের জন্য ডাকা হয়, আর জানতে চাওয়া হয় আমি ফাঁকা আছি কি না, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলব, রাজি।'

বলিউডে সানিকে নিয়ে ছুৎমার্গ থাকলেও একের পর এক ছবিতে কাজ করে চলেছেন। আপাতত সানির ‘মাস্তিজাদে’তে মজবেন তার ফ্যানরা। তবে আমিরের সঙ্গে কাজের স্বপ্ন কি সত্যিই পূরণ হবে? আপাতত সে উত্তর সময়ের হাতেই তোলা।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে