শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১২:৫৬:১৩

শীর্ষে শাহরুখ ও কাজল

শীর্ষে শাহরুখ ও কাজল

বিনোদন ডেস্ক : আবারও শীর্ষে উঠে এলো শাহরুখ খান ও কাজল জুটি। গত মাসের হিসেবে শীর্ষে ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং জুটি। এমনটাই জানিয়েছেন টাইমস সেলেবেক্সের জরিপে।

গেল বছরজুড়ে আলোচনায় থাকা ছবি ‘দিলওয়ালে’ ও এর সাফল্যের জন্য শাহরুখ শীর্ষস্থান দখল করেন। একই সঙ্গে বলিউড বাদশার সঙ্গে পাঁচ বছর পর জুটি বেঁধে অভিনয় করা ও ‘দিলওয়ালে’তে সফলতা এবং স্বামী অজয়ের সঙ্গে ছবিতে অভিনয়ের কারণে শীর্ষে অবস্থানে চলে আসেন কাজল।

২০১৫ সালের ডিসেম্বর মাসের জরিপে নির্মাণাধীন ছবি ‘সুলতান’ ও রিয়েলিটি শো  ‘বিগ বস ৯’-এর আলোচনায় নায়কদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন সুপারস্টার সালমান খান। তার পরেই রয়েছেন ‘বাজিরাও মাস্তানি’র সফলতার জন্য রণবীর সিং।

২০১৫ সালের ব্যবসায় সফল ছবির তালিকায় একটি ছবিও নেই বরুণ ধাওয়ানের। কিন্তু ‘ডিশুম’ ছবির আলোচনার কল্যাণে টাইম সেলেবেক্সের এ জরিপে চতুর্থ অবস্থানে আছেন বরুণ। এরপর যথাক্রমে রয়েছেন অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, অজয় দেবগন ও শহিদ কাপুর।

এদিকে নায়িকাদের মধ্যে কাজলের পরেই আছেন প্রিয়াংকা চোপড়া। ব্যবসায় সফল ছবি ‘বাজিরও মাস্তানি’ ও আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ন্টিকো’র জন্য তিনি তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসেন।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে