শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০১:১৩:৩৪

এ যেন ভূতের মুখে রাম নাম

এ যেন ভূতের মুখে রাম নাম

বিনোদন ডেস্ক : বলিউডের বিতর্কীত অভিনেত্রী সানি লিওন অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি মাস্তজাদে’ নিয়ে যা বললেন তিনি তা রীতি মতো ‘ভূতের মুখে রাম নাম’ শোনার মত।

সম্প্রতি সানি লিওন বলেছেন, মাস্তিজাদে’ যে সব ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করেছেন এসব নাকি তার ইচ্ছার বিরুদ্ধেই করা হয়েছে! এ নিয়ে নাকি তিনি বেশ অস্বস্তিতে ছিলেন।

এছাড়াও সানি লিওন ‘মাস্তিজাদে’র ছবিরে সংলাপ নিয়েও করেছেন একাধিক অভিযোগ। আর এসব কারণে নাকি শুটিং স্পটে অস্বস্তিতে ছিলেন তিনি।

এদিকে সানি লিওনের মুখে এমন কথা শোনার পর সমালোচকরা বলেছেন, এতদিন যে সানিকে বিতর্কীত তারকা বলে জানতেন সবাই তার এত পরিবর্তন হলো কি করে। অনেকটা ভূতের মুখে রাম নাম শোনার মতো!
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে