বিনোদন ডেস্ক : একের পর এক খারাপ সংবাদ লেগেই আছে বলিউড ভাইজান সালমান খানের। তবে এবার আর কোন খারাপ সংবাদ নয়। ভাইজান পেলেন খুবই খুশির খবর। অর্থাৎ মামা হতে যাচ্ছেন সালমান খান।
২০১৪ সালে সালমান খানের আদরের বোন অর্পিতা খান সাত পাকে বাঁধা পড়েছিলেন আয়ূষ শর্মার সঙ্গে। আর এই ঘরেই আসছে নতুন অতিথি। এটা নিঃসন্দেহে নতুন বছরে সালমান খানের জন্য সব থেকে বড় সারপ্রাইজ।
পুরো খান পরিবারের আদরের কন্যা অর্পিতার সন্তান সম্ভাবনার খবরে দারুণ উত্তেজিত সালমান খান। বর্তমানে দুবাইতে আছেন অর্পিতা। সেখানেই সম্প্রতি সাধ বা বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন পরিবারের সদস্যারা ছাড়াও বান্ধবীরা।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন