বিনোদন ডেস্ক : বলিউডে একদিকে যেমন বিয়ের ধুম পড়েছে আবার অন্যদিকে বিচ্ছেদেরও চলছে হিড়িক। এই তো কিছুদিন আগে ক্যাট ও রণবীরের বিচ্ছেদে সরগরম বলিউড। আবার অসিনের বিয়েটাও ছিল নজরকাড়া। এবার অসনিরে সেই পথ ধরছেন বলিউডের সোনাক্ষি সিনহা।
শোনা যাচ্ছে দাবাংখ্যত নায়িকা সোনাক্ষি সিনহাও না কি এক শিল্পপতিকে বিয়ে করতে যাচ্ছেন। অর্থাৎ এই অভিনেত্রী তার প্রাক্তন প্রেমিকের কাছ থেকে নাকি বিয়ের প্রস্তাব পেয়েছেন!
সম্প্রতি নাকি বান্টি দেব নামের ওই ব্যবসায়ির সাথে বিভিন্ন রেস্টুরেন্টে সোনাক্ষিকে ডেট করতেও দেখা যায়। আর তিনিই নাকি এবার সোনাক্ষিকে দিয়েছেন সরাসরি বিয়ের প্রস্তাব।
এদিকে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সোনাক্ষি সিনহার প্রেম। এমন গুঞ্জন গেল বছর বেশ জোরেসরেই শোনা গিয়েছিল। কিন্তু তারসাথে সম্পর্ক ছাড়াছাড়ি হওয়ার পর তিনি বান্টির সাথে প্রেমে জড়িয়ে যান। আর এই বান্টি হচ্ছেন সালমান খানের ভ্রাতা সোহেল খানের শ্যালক!
এদিকে জানা গেছে বান্টি একজন ডিভোর্সি। সোনাক্ষি ছাড়াও এরআগে তিনি সুস্মিতা, নেহা ধুপিয়ার সঙ্গেও ডেট করতেন বলে শোনা যায়।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন