শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৫:০৯:৫৪

লাইক শেয়ারের বন্যায় ভাসছে রানীর মেয়ের জুতা!

লাইক শেয়ারের বন্যায় ভাসছে রানীর মেয়ের জুতা!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানী মুখার্জি ধীরে ধীরে সামনে নিয়ে আসছেন মেয়ে আদিরাকে। যা হোক, আদিরা তো আর যে সে নয়, চোপড়া পরিবারের এখন মোস্ট পপুলার ক্ষুদে সেলিব্রিটি।

আর তাই তো তার জুতোতে বৃষ্টির মত পড়তে শুরু হলো লাইক আর শেয়ার! এবার বুঝুন, সে কতটা পপুলার!

সম্প্রতি ইনস্টাগ্রামে মেয়ের জুতোর ছবি পোস্ট করেছেন রানী মুখার্জি। আর সেই জুতোতে এত পরিমাণের লাইক আর শেয়ার পড়েছে যে যা অবাক করার মত। এমনকি সে জুতো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে গেছে সাইবার দুনিয়ায়।

তবে শুধু মেয়ের জুতো নয়, আদিরার একটি ছবিও পোস্ট করেছেন মা রানি। যদিও সে ছবিতে দেখা যাচ্ছে না ছোট্ট আদিরাকে। মাথা থেকে মা সে মুড়ে আছে সোয়েটার-টুপিতে। তবে এই ছবির ক্যাপশনে মা রানি লিখেছেন, “মাই মোস্ট ওয়ান্ডারফুল জয়”।

২০১৫ এর ৯ ডিসেম্বর মা হয়েছেন রানি মুখোপাধ্যায়। এই প্রথম আদিরাকে সামনে নিয়ে এলেন তিনি। এর আগে মেয়ের নাম জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন রানি। আপাতত মেয়েকে নিয়ে ব্যস্ত আছেন নায়িকা।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে