বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড বেশ সরগরগম হয়ে উঠেছে কৃষখ্যাত অভিনেতা হৃত্বিক রোশন ও কুইখ্যাত কঙ্গনা রানাওয়াতের প্রেমের সম্পর্ক নিয়ে। কঙ্গনা নিজেই বলেছিলেন হৃত্বিক রোশন তার সাবেক প্রেমিক!
এদিকে কঙ্গনার এমন দাবীর প্রেক্ষিতে হৃত্বিক রোশন বলেছেন, ‘পোপের সঙ্গে প্রেম হলেও হতে পারে তবে মিডিয়া যার (কঙ্গনা) সঙ্গে আমার সম্পর্কের কথা বলছে, তার সঙ্গে কখনই নয়’।
হৃত্বিকের এমন মন্তব্যের পর কি তবে দমে যাবেন কঙ্গনা? না। তিনিও দমে যাওয়ার পাত্রী নন। নিজের কথায় অনড় থেকে সম্প্রতি কঙ্গনা বলেছেন, ‘একই পরিস্থিতিতে দুজন ব্যক্তি দুভাবে দেখতে পারেন। আমার চোখে যেটা সত্যি। সবার কাছে সেটা নাও হতে পারে। তবে আমি প্রত্যেকের মতামতকে সম্মান দিই’।
কয়েকদিন আগেই হৃত্বিক আর নিজের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ খুলেছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু হৃত্বিক সেই দাবিকে একেবারেই সম্মতি জানান নি। আর তারপরই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এ নিয়ে এখনও চলছে নানা জল্পনা ও কল্পনা।
এদিকে আশিকি ৩’-এ হৃত্বিক-কঙ্গনা জুটিকে কাস্ট করেছিলেন পরিচালক। কিন্তু নায়িকার নাম শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন হৃত্বিক!
কঙ্গনাকে এই প্রজেক্ট থেকে বাদ দেওয়ার জন্য নাকি জোরও করেন তিনি। তবে কোনও এক রহস্যজনক কারণে এই ছবি থেকে হঠাৎই নিজেকে সরিয়ে নেন কঙ্গনা।
এরপরই কিছুদিন আগে হঠাৎ কঙ্গনা বলেন ‘এক্সরা মিডিয়ার মনোযোগ পেতে অনেক কিছুই করেন। কিন্তু সেই সময়টা কাটিয়ে এসেছি। ওই চ্যাপ্টার ক্লোজ’। মূলত কঙ্গনার এমন বক্তব্যের পরই শুরু হয় কঙ্গনা ও হৃত্বিকের মধ্যকার সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন