বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের হরহামেশায় বিচ্ছেদের খবর শোনা যায়। এবার মনে হয় সেই তালিকা আরো একটু দীর্ঘ হতে চলেছে। বলিউডি তারকাদের বিচ্ছেদ তালিকায় খুব তাড়াতিড়ি শোনা যাবে এই নতুন জুটির নাম। জানেন সেই তারকা জুটির নাম কি? জানা যায়, সম্প্রতি বিরাট কোহলি-অানুশকা শর্মার সম্পর্ক নিয়ে এই নতুন গুঞ্জনই শুরু হয়েছে বলিউড দুনিয়ায়।
শোনা যাচ্ছে বিরাট আর অানুশকা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পরস্পরকে আনফলো করে দিয়েছেন৷ আর তাতেই বিচ্ছেদের সন্দেহ দানা বাঁধছে৷ যদিও এমন কথা শোনা যাচ্ছে, বিরাটের ইনস্টাগ্রামে কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ায় সকলকেই আনফলো করতে বাধ্য হয়েছেন তিনি। আর সেই বাদের তালিকায় অজান্তেই ঢুকে পড়েন অানুশকাও!
বিরাট এখন ব্যস্ত ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজে। অানুশকাও নিজের আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত। এখনো বিচ্ছেদের বিষয়ে সরাসরি মুখ খোলেননি কেউই৷ তবে বলিউড পাড়ায়ার অনেকেরই প্রশ্ন, ফারহান-অধুনা, রণবীর-ক্যাটরিনার পর এ বার কি বিচ্ছেদ তালিকায় নাম লেখাবেন বিরাট-অানুশকাও?
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই