শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৮:১৯:৩৮

যে ছবির পোস্টার মুক্তি দিয়ে বিতর্কে সেন্সর বোর্ড

যে ছবির পোস্টার মুক্তি দিয়ে বিতর্কে সেন্সর বোর্ড

বিনোদন ডেস্ক : গত বছর জেমস বন্ডের সিনেমা 'স্পেক্টার' মুক্তি পাওয়ার আগে বিতর্ক তৈরি করে ভারতীয় সেন্সর বোর্ড। সিনেমায় এমন কিছু দৃশ্যে ছিল যা কেটে ছোট করা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে বেশ হাসির খোরাকও হয়েছিলেন সেন্সর বোর্ডের চেয়ারপার্সন পহলাজ নিহলানি। 'সংস্কারি বন্ড' নিয়ে এমন ট্রোল হয়েছে যে তিনি বাধ্য হয়ে 'সংস্কারি' নামে একটি সিনেমাই বানাতে উদ্যোগ নিয়েছে। তা তিনি নিতেই পারেন। এমন কিছু অপ্রাসঙ্গিক শব্দ থাকার কারণে ছবিটিকে আটকে দয়ে হয়। চিত্রনাট্যের প্রয়োজনেও ছাড় পাচ্ছে না এমন কোনও শব্দ। কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে এমন পোস্টার যা সত্যিই আপত্তিকর।

আগামী মার্চ মাসে মুক্তি পাচ্ছে 'ইশ্ক জুনুন'। সম্প্রতি সেই ছবির পোস্টার মুক্তি পেয়েছে। তাতেই ফের একবার বিতর্কে জড়াল সেন্সর বোর্ড। শান্তকেতন এন্টারটেইমেন্ট এবং ভিএনআর ফিল্মস নিবেদিত এ ছবিতে দাবি করা হয়েছে এটি ভারতের প্রথম 'থ্রিসাম মুভি'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাজবীর সিং, দিব্যা সিং এবং অক্ষয় রঙ্গশাহি। ছবিটি মুক্তির পর কি হবে তা সময় বলবে, তবে পোস্টার মুক্তিতেই একটা বিতর্কে জড়িয়ে পড়েছে।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে