মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২২:২০

নির্মাতা ও নায়ক একই মামলার আসামী!

নির্মাতা ও নায়ক একই মামলার আসামী!

বিনোদন ডেস্ক : একটি ‘প্রতারণাকারী’ অনলাইন শপিং সাইটের হয়ে প্রচার করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলিউড অভিনেতা তথা পরিচালক ফারহান আখতার ও হিরো রণবীর কাপুরের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, লখনউ-এর মাদিয়াওন থানার কেশব নগর এলাকার এক আইনজীবী, রজত বনশাল তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় জালিয়াতি ও ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গের অভিযোগে ফৌজদারি মামলা রুজু করেছেন।

শুধু ফারহান বা রণবীরই নয়, অভিযোগ দায়ের করা হয়েছে ওই অনলাইন শপিং সংস্থা (askmebazaar.com)-এর ডিরেক্টর সঞ্জীব গুপ্ত, আনন্দ সোনভদ্র, পিযুষ পঙ্কজ, কিরণ কুমার শ্রীনিবাস মুর্তি এবং মার্কেটিং অফিসার পূজা গয়ালের বিরুদ্ধেও।

পুলিশ জানিয়েছে, ওই আইনজীবী গত ২৩ অগাস্ট অনলাইনে একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি অর্ডার দিয়েছিলেন। এর জন্য অগ্রিম ২৯,৯৯৯ টাকা ডেবিট কার্ডের মাধ্যমে দিয়েও দিয়েছিলেন তিনি। সেটির বিলও হাতে রয়েছে তার। কথা ছিল, ১০ দিনের মধ্যে টিভিটি হাতে পেয়ে যাবেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কথা না মেলায় ওই শপিং সাইটের কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এরসঙ্গে বাদ যাননি বলিউডের এই দুই তারকাও।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় মুখ খোলেননি ওই শপিং সংস্থার আধিকারিকরা।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে