শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২৪:২২

দুই দিনেই বক্স অফিস তছনছ করে দিল শাহরুখের ‘জওয়ান’

দুই দিনেই বক্স অফিস তছনছ করে দিল শাহরুখের ‘জওয়ান’

বিনোদন ডেস্ক : এই ঝড় প্রত্যাশিতই ছিল। গত কয়েকমাস ধরেই জওয়ানের উন্মাদনা দেখে বোঝা যাচ্ছিল, বক্স অফিস রীতিমতো তছনছ করতেই আসছেন বলিউড বাদশা শাহরুখ খান। আর করছেনও তাই! মুক্তির মাত্র দ্বিতীয় দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি আয় করেছে জওয়ান।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক এর প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় দিনে ভারতে ৫৩ কোটি আয় করেছে জওয়ান যা শাহরুখের আগের সিনেমা পাঠানের প্রথম দিনের আয়ের প্রায় কাছাকাছি।

শনিবার স্বাভাবিকভাবেই সেই আয় বাড়বে বলে ধারনা করা হচ্ছে। রবিবার ছুটির দিনে নতুন এক রেকর্ড গড়ার ইঙ্গিতও দিচ্ছে বলিউড বাদশা। জওয়ানের আগে প্রথম দিনে সর্বাধিক আয় করার রেকর্ড ছিল শাহরুখ খানের পাঠানের। সেই রেকর্ড ভেঙেছেন সুপারস্টার নিজেই।

জওয়ান একাধিক ভাষায় মুক্তি পেয়েছে। দেশজুড়ে সমস্ত ভাষায় সিনেমাটির প্রথম দিনের আয় প্রায় ৭৫ কোটি রুপি। শাহরুখ খানের পাঠান প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি। শুক্রবার জওয়ান ভারতে ব্যবসা করেছে ৫৩ কোটি।

সবমিলিয়ে বৃহস্পতি এবং শুক্রবার- এই দুই দিনে শুধু ভারতে জওয়ান আয় করেছে ১২৭ কোটি রুপি। স্যাকনিল্ক এর প্রতিবেদন অনুসারে, এর মধ্যে ৪৭ কোটি আয় করেছে হিন্দি বেল্ট থেকে। এছাড়াও তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
পাঠানের পর জওয়ান শাহরুখের দ্বিতীয় প্যান ইন্ডিয়া রিলিজ। এতে আরো রয়েছেন দক্ষিণের সুপারস্টার নয়নতারা এবং বিজয় সেতুপাতি।

ফলে তাদের ভক্তরাও বিশাল সমর্থন দিয়েছে জওয়ানকে। যেহেতু বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জওয়ান, তাই রাতের শো’তে অনেক বেশি আয় হয়েছে। শুক্রবার ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জওয়ান প্রথম দিনে দেশজুড়ে ১২৯ কোটি রুপি আয় করেছে।

বাণিজ্য বিশেষজ্ঞ মনবালা বিজয়বালান জানান, ইতিমধ্যেই বিশ্বজুড়ে জওয়ানের ব্যবসা ২০০ কোটি পেরিয়েছে। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুসারে, মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী প্রায় ২৩০ কোটির বেশি আয় করেছে জওয়ান। এদিকে শাহরুখের ব্যানার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের এক্স (টুইটার)-এর একটি সর্বশেষ পোস্ট অনুসারে, জওয়ানের বিশ্বব্যাপী বর্তমান আয় ২৪০.৪৭ কোটি রুপি।

বাণিজ্য বিশ্লেষকরা ধারনা করছেন মুক্তির প্রথম সপ্তাহে জওয়ানের আয় ৫০০ কোটি ছাড়াবে। অনেকের মতে, মাত্র চারদিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি আয় করতে পারে জওয়ান যা আরেকটি রেকর্ড হয়ে উঠতে যাচ্ছে। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে