সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৮:২৫

যেমন ছেলেকে বিয়ে করতে চান সায়ন্তিকা!

যেমন ছেলেকে বিয়ে করতে চান সায়ন্তিকা!

বিনোদন ডেস্ক : টলিউডের এক সময় দাঁপিয়ে কাজ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে টলিউডের পর্দায় খুব একটা পাওয়া যায় না তাকে। রাজনীতির ময়দানে পা রেখে এই সরে যাওয়ার সিদ্ধান্ত কি না তা স্পষ্ট নয়। কারণ টলিউডের এমন অনেক মুখ রয়েছে, যারা প্রথম সারিতে কাজ করে চলেছেন, অথচ সমানতালে রাজনীতির ভার বহন করে চলেছেন।

রাজ চক্রবর্তী, দেব, মিমি চক্রবর্তী এমন নামের অভাব নেই। তবে কেন নেই সায়ন্তিকা পর্দায় এই প্রশ্নের জবাব এখনও স্পষ্ট নয়। যদিও ভাল চরিত্রের সুযোগ পেলে যে তিনি কাজ ফেরাবেন না, তার প্রমাণ মিলল সম্প্রতি। সম্প্রতি বাংলাদেশের ২টি সিনেমার প্রস্তাব গ্রহণ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

সেই সূত্রে বাংলাদেশে আসা যাওয়া চলছে মাঝেমধ্যেই। দেখা যাচ্ছে, ক্যারিয়ার নিয়ে বেশ ভালই ব্যস্ত অভিনেত্রী। তবে এরইমধ্যে ব্যক্তিগত জীবনেরও নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিলেন অভিনেত্রী! বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকার জানালেন, ভাল পাত্র পেলেই তিনি বিয়ে করবেন। তবে বিয়ের আগে তো পাত্র প্রয়োজন। হাসতে হাসতে জানালেন, তিনি তাঁর মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন। যে ইচ্ছুক সেই যোগাযোগ করতে পারেন।

সায়ন্তিকা বর্তমানে বাংলাদেশের এই দুই সিনেমার কাজ নিয়েই ব্যস্ত। বেশ কয়েক বছর ধরে দুই বাংলার কাজের আদান-প্রদান বেড়ে গিয়েছে বহু মাত্রায়। ওপার বাংলা শিল্পীরা যেমন এপার বাংলায় চুটিয়ে কাজ করছেন, তেমনই এবার বাংলার শিল্পীদেরও ওপার বাংলায় কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে।

সিনেমা থেকে ওটিটি প্রচারের ক্ষেত্রেও দুই বাংলাকেই বেছে নিচ্ছেন তারকারা। কয়েক মাস আগে কলকাতায় গিয়েছিলেন আফরান নিশো। তিনি জানিয়েছিলেন দুই বাংলার মধ্যে সব থেকে বড় যোগসূত্র হলে ভাষা। হয়তো বলার ধরনটা আলাদা, কিন্তু ভাষা যেহেতু একটাই দুই বাংলার প্রত্যেকটি আমাদের ছবির দর্শক। তাই দুই বাংলার দর্শকদের কাছে যদি ছবিকে পৌঁছে দেওয়া হয় তা ছবির ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হবে এবং শিল্পীর কাজও অনেকটা বিস্তৃতি পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে