বিনোদন ডেস্ক : ‘জওয়ান’ ঝড় এখনও চলমান। থামছেই না খবরের শিরোনাম। এবার কিং খান বললেন অন্যকথা। ছোট ছেলের জন্য তিনি নাকি আগামী পাঁচ সিনেমাতে পরিশ্রম করতে চান। কারণ ছোট ছেলেকে দেখাতে চান তিনি সুপারস্টার এবং তার সাফল্যের অধ্যায়।
এবছরের চুক্তিনামায় রয়েছে কিং খানের তিনটি ছবি। দুটি অবশ্য সুপার হিট। ‘পাঠান’ও‘জওয়ান’ তবে আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘ডাঙ্কি’। দীর্ঘ সময় পরে শুটিংয়ে আসতে অস্বস্তি হতো এই সুপারস্টারের কিন্তু বড় ছেলে আরিয়ান সেটা কমিয়েছিলেন।
শাহরুখ খান এক বার্তায় সাংবাদিকদের বলেছেন, আমার বড় ছেলে (আরিয়ান) আর আমার মেয়ে (সুহানা) নব্বইয়ের দশকে আমাকে সুপারস্টার হিসেবে দেখেছে, চিনেছে। কিন্তু আমার ছোট ছেলের (আব্রাম) বেলাই একটু অন্যরকম। তাই ওর জন্য আমি আগামী পাঁচ সিনেমাতে পরিশ্রম করতে চাই। অঅমার বড় ছেলে-মেয়েদেরও তাই পরামর্শ।
‘জওয়ান’ মুক্তির সপ্তাহ পেরোতে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহরুখ খান বলেন, ‘বিগত চার বছর ধরে এ সিনেমার সঙ্গে জুড়ে রয়েছি। মাঝে মহামারি এসেছে। তবে আজ পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি।’
সেখানে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি এবং পরিচালক অ্যাটলি ছাড়াও অন্যান্য তারকারা। তবে উপস্থিত থাকতে পারেননি নয়নতারা।
‘জওয়ান’এর পরিচালক অ্যাটলি জানালেন, ‘এই ছবিটা শাহরুখ স্যরের প্রতি আমার প্রেমপত্র। ভিডিও কলে গল্পটা শুনিয়েছিলাম। তিনি যে রাজি হয়েছেন, এটাই আমার পরম পাওয়া।’