মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৪:১৮

‘ওয়াইফ মানে ইস্তিরি সেটা আমার চাই’

‘ওয়াইফ মানে ইস্তিরি সেটা আমার চাই’

বিনোদন ডেস্ক : চঞ্চল চৌধুরী সহজ সরল বোকা একটা মানুষ। তার বিয়ের বয়স হলেও বিয়ের কথা মুখেও আনে না তার চাচা। কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তির কারণে তার মধ্যেও প্রেমের আকাঙ্ক্ষা জাগে। জাগে বিয়ে করার সাধ। এ নিয়ে সমবয়সীরা তাকে নানাভাবে উস্কানী দেয়। বিপদে ফেলে সহজ সরল চঞ্চল চৌধুরীকে। বিয়ে নিয়ে চাচার সঙ্গে বেশি পীড়াপীড়ি করলে মাঝে মধ্যে কনে দেখতে যায়- আর সেখানে গিয়ে সৃষ্টি হয় নানা হাস্যকর ঘটনা।

এর মধ্যে তাকে কেউ শিখিয়ে দেয় ওয়াইফ মানে ইস্তিরি। তারপর থেকে অবলীলায় সে বলতে থাকে ‘ওয়াইফ মানে ইস্তিরি সেটা আমার চাই’। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘ওয়াইফ মানে ইস্তিরি’।

বৃন্দাবন দাসের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস প্রমুখ।

ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে