মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৩:১৭

‘বাহুবলি’র ঝুলিতে পুরস্কার

‘বাহুবলি’র ঝুলিতে পুরস্কার

বিনোদন ডেস্ক : ‘বাহুবলি’ মুক্তির পর থেকে একের পর এক আলোচনার জন্ম দিয়েছে। ছবিটি কাঁপিয়েছে বক্স অফিস। সেই সাথে আলোচক ও সমালোচকদের ভূয়শি প্রশংসাও পেয়েছে।

এরপরও কোথায় যেন ছিলো একটা অপূর্ণতা। তবে এবার সেই অপূর্ণতাও পূরণ হয়েছে ‘বাহুবলি’র। অর্থাৎ প্রথমবারের মতো আলোচিত এই সিনেমাটি পেয়েছে পুরস্কার।

সফলভাবে টেকনোলজি ব্যবহারের জন্য হায়দারাবাদে অনুষ্ঠিত এনডিটিভি গ্যাজেটস গুরু অ্যাওয়ার্ডসে বেস্ট স্পেশাল এফেক্টসের পুরস্কার জিতেছে সিনেমাটি। বাহুবলি টিমের হয়ে রানা দাগ্গুবতি পুরস্কারটি গ্রহণ করেন।

পুরস্কার হাতে পেয়ে রানা দাগ্গুবতি জানান, সিনেমাটির ভিএফএক্স (VFX) তৈরি করতে সময় লেগেছিল সাড়ে তিন বছর। শুটিং করতে হয়েছিল ৩২০ দিন।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন- ভারতের দক্ষিণি সিনেমার তারকা প্রভাস, রানা দাগ্গুবতি, রামাইয়া কৃষ্ণা, আনুশকা শেঠি, তামান্নাসহ অনেকে।

বাহুবলি সিনেমাটির হিন্দি সংস্করণ প্রযোজনা করেছে করণ জোহরের সংস্থা ধর্মা প্রোডাকশনস। সিনেমাটিতে অত্যাধুনিক Arri Alexa XT ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা হলিউডের খুব বড় বাজেটের সিনেমাতেই ব্যবহৃত হয়।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে