বিনোদন ডেস্ক : ব্যবসায়িক মন্দা, প্রেক্ষাগৃহ সংকট, পাইরেসি ও দর্শকশূন্যতার কারণে ঢাকাই ছবির নির্মাতারা ইদানীং ছবি মুক্তি দিতে ভয় পাচ্ছেন। তাই ঈদের মতো বড় উৎসবেও মাত্র বাণিজ্যিক ধারার দুটি ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু কয়েক বছর আগেও প্রতি ঈদে ৫-৭টি ছবি মুক্তি পেত। ঈদের ৭ দিন পর্যন্ত প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ করা যেত।
কয়েকজন স্বনামধন্য পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে সারাদেশে মাত্র ২০০টির মতো প্রেক্ষাগৃহ পুরোপুরি সচল রয়েছে। অন্য প্রেক্ষাগৃহগুলো ধুকে ধুকে চলছে। এর ফলে ঈদে ততোধিক ছবি মুক্তি দিতে গেলেই পরিচালক-প্রযোজকদের প্রেক্ষাগৃহ সংকটে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়েই তারা ঈদের মতো বড় উৎসবে ছবি মুক্তি দেয়া থেকে দূরে থাকছেন।
এ প্রসঙ্গে 'ভোলা তো যায় না তারে' ছবির পরিচালক রফিক শিকদার বলেন, 'আমার এ ছবিটি ঈদে মুক্তি দিতে চেয়েছিলাম। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্রও হাতে পেয়েছি। কিন্তু প্রেক্ষাগৃহ সংকটের কারণে ছবিটি মুক্তি দিতে পারছি না। তবে আগামী নভেম্বরের শেষ দিকে ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছি'।
অস্ট্রেলিয়া প্রবাসী পরিচালক আশিকুর রহমানও তার 'মুসাফির' ছবিটি ঈদে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ছবির বাজারের দুরবস্থা, পাইরেসি ও প্রেক্ষাগৃহের সংকটের কারণে তিনিও ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত থেকে দূরে সরে এসেছেন।
এদিকে আসন্ন ঈদ উপলক্ষে বাণিজ্যিক ধারার দুটি ছবি মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। এগুলো হচ্ছে-আবদুল আজিজ ও অশোক পতির যৌথ পরিচালিত 'আশিকী' ও বদিউল আলম খোকনের 'রাজা বাবু: দ্য পাওয়ার'।
এর মধ্যে 'রাজা বাবু: দ্য পাওয়ার' ১২০টি ও 'আশিকী' ১১০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। এ ছাড়া চ্যানেল আইতে বিশ্বপ্রদর্শনীসহ দুতিনটি প্রেক্ষাগৃহে শাহরিয়ার নাজিম জয়ের 'প্রার্থনা' ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন