বিনোদন ডেস্ক : বর্তমানে বয়স মাত্র দু’বছর ছ’মাস। কিন্তু এর মধ্যেই পরিবার থেকে শুরু করে বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ছোট্ট ছেলেটি। আর মিডিয়ার যাবতীয় স্পটলাইট কেড়ে নিতেও তার জুড়ি মেলা ভার। সে হল বলিউড বাদশা শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। এবার তাকেই ‘ভগবানের সন্তান’ বলে আখ্যা দিলেন পরিচালক করণ জোহর।
আব্রামের সঙ্গে করণের নাকি এক অন্যরকম বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। শাহরুখের বাংলোতে হোক বা কোনো ফিল্মি পার্টিতে আব্রামের সঙ্গে দেখা হলেই খেলায় মেতে ওঠেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় আব্রামের একটি ছবি পোস্ট করেছেন করণ। কোলে বসে কনফিডেন্টলি ক্যামেরা লুক দিয়েছে সে। আর ছবির ক্যাপশনে করণ লিখেছেন, ‘ভগবানের সন্তান। সুন্দরের থেকেও যদি বেশি কিছু থাকে আব্রাম সেটাই!’-আনন্দবাজার
০৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই