বিনোদন ডেস্ক : সম্পর্ক ভেঙে গিয়েছে বহু বছর। এম এস ধোনির ঘরে এখন লক্ষ্মী এখন সাক্ষী। ধোনি-সাক্ষীর ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কণ্যাও। কিন্তু সাক্ষীর ঘরে একদম উঁকি মারতে নারাজ বলিউড ও দক্ষিণে নায়কা রাই লক্ষ্মী।
এ যেন ‘সই কে বা শুনাইলো শ্যাম নাম/ কানের ভিতর দিয়া মরমে পশিল গো/ আকুল করিল মোর প্রাণ’-গোত্রের অবস্থা। ভিতরে দোলা দিয়ে যায় তার নাম, কিন্তু কান দিয়ে আর তা শুনতেই চান না তিনি।
ভারতের দক্ষিণী সুন্দরী রাই লক্ষ্মী যেখানেই যান, তাকে একই প্রশ্ন শুনতে হয়। সম্পর্ক চুকেবুকে গিয়েছে বহু বছর। এম এস ধোনির ঘরে এখন সাক্ষীর পদচারণা। এমনকী, ধোনি-সাক্ষীর সংসার আলো করে এসেছে তাদের মেয়ে।
তাই ধোনির অস্তিত্বকে আর মনে করতে রাজি নন রাই লক্ষ্মী। ২০০৯ সালে রীতিমতো চর্চায় থাকত ধোনির সঙ্গে রাই লক্ষ্মীর সম্পর্ক। এখন আর সেই দিনগুলিকে খেয়াল করতে রাজি নন রাই। কারণ, ধোনির সঙ্গে তার সম্পর্ক কাঁটায় ভরা ছিল বলে বিশ্বাস করতে চান তিনি।
ধোনির পরে একাধিক প্রেমের সম্পর্ক হয়েছে রাই-এর। তার প্রশ্ন, মিডিয়া তা নিয়ে কিছু প্রশ্ন করতে চায় না কেন। সব সময়েই তার আর ধোনির সম্পর্কের উপরে প্রশ্ন। এতেই বিরক্ত তিনি। তাই সাক্ষীর ঘরে একদম উঁকি মারতে নারাজ ‘লক্ষ্মী’ মেয়ে রাই।
৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস