বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। আজকের অবস্থানে তিনি এসেছেন বিশ্বের অগণিত মানুষের ভালোবাসায়। যার জন্য তিনি নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করেন সব সময়। এছাড়াও তিনি একজন মুক্ত মনের মানুষ হিসেবেও খ্যাতি রয়েছে পুরো পৃথিবীতে।
এই বাদশা ভক্তদের মধ্যে যেমন আছে নারী। তেমন আছেন পুরুষও। তবে নারীদের প্রতি সব সময় বাদশা প্রচণ্ড শ্রদ্ধাশীল। আর তাই তো আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সমস্ত নারী জাতীর প্রতি জানিয়েছেন শ্রদ্ধা ও ভালোবাসা।
এই দিব উপলক্ষে তিনি জানিয়েছেন, পৃথিবীর সকল নারীর প্রতি কৃতজ্ঞ তিনি। আরও বলেন, পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোর চেয়ে সৌভাগ্য আর কিছুতে নেই। এবং আমিও সৌভাগ্যবান এই কারণে যে একজন নারীকে শুভেচ্ছা জানাতে পারছি।
৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন