মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৫:৩৬:৫৮

শাহরুখকে দেখে চমকে গেলেন সালমান

শাহরুখকে দেখে চমকে গেলেন সালমান

বিনোদন ডেস্ক : শাহরুখ খান আর সালমান খান তারা দু’জন যেন একে অপরের সম্পূরক। তাদের বন্ধনটাও বেশ মজবুত। ঠিক যেমন কারণ-অর্জূন। আর তাই তো ক’দিন আগেই সালমান খান নিজেই বললেন তিনি শাহরুখ খানের ভীষণ ভক্ত।

এদিকে শাহরুখ খানও কিছুদিন আগে এক অনুষ্ঠানে বলেছিলেন, সালমান খান আমার বন্ধু আমার ভাইয়ের মত। আমি তাকে আমার ভাই মনে করি।

এরপরও তাদের ভক্তদের মধ্যে দু্ই খানকে নিয়ে রয়েছে অনেক কৌতুহল। কেউ কেউ বলেন দুই খান একে অপরের প্রতিদ্বন্দ্বি। আবার কেউ বলেন না। এরমেধ্যে আবার শোনা যাচ্ছে, দুই খানের আসন্ন ছবি নাকি একই সময়ে মুক্তি পাবে। এ নিয়ে তাদের মধ্যেও চলছে টানাপোড়ন। তবে এসব যে সত্যি নয়, তা প্রমাণ করে দিলেন শাহরুখ খান।

এই তো আজ (মঙ্গলবার) দুপুরে শাহরুখ খান অভিনীত চলতি বছরের আলোচিত ছবি ‘ফ্যান’-এর অফিশিয়াল পেইজে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে বলতে দেখা গেছে সালমান খানের আসন্ন ছবি ‘সুলতান’-এর শুটিংস্পটে দলবলসহ হাজির হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ক্যাপশনে লেখা, পারফেক্ট ছবি! জাবরা ফ্যান শাহরুখ সাক্ষাৎ করলেন হরিয়ানার সিংহ খ্যাত সুলতানের সঙ্গে!

হরিয়ানার সিংহ খ্যাত সুলতানের চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার অভিনেতা সালমান খান। পুরোদমে চলছে ছবির শুটিংয়ের কাজ। আর এরইমধ্যে হঠাৎ তার শুটিংস্পটে গিয়ে সালমান খানকে চমকে দিলেন শাহরুখ খান।
৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে