বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৫:৪৪

চঞ্চল-মিমের ‘সবুজে জলচ্ছ্বাস’

চঞ্চল-মিমের ‘সবুজে জলচ্ছ্বাস’

বিনোদন ডেস্ক : গ্রাজুয়েশন শেষ করে নানা জায়গায় চাকরির জন্য চেষ্টা করতে থাকা দীপ্তি ব্যর্থ হয়ে শেষে সিধান্ত নেয় মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। কিন্তু এখানেও ব্যর্থ হতে থাকলে এক বিজ্ঞাপনী সংস্থায় তার সাক্ষাত হয় স্কিপ্ট রাইটার রফিকের সঙ্গে।

একসময় দুজনের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হয়। নিজ সম্বল বলতে কিছু না থাকায় দীপ্তি তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তাই এক পড়ন্ত বিকালে রফিককে সে তার সবুজ জীবনে হঠাৎ আসা রাক্ষসে জলোচ্ছ্বাসের কথা জানায়। রফিক বুঝতে পারে না কী করবে? তবে দীপ্তিকে সাহায্যের জন্য সেও হাত বাড়ায়।

এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘সবুজে জলচ্ছ্বাস’। এতে জুটি বেঁধেছেন চঞ্চল চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। নাটকটি প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন মশিউল আলম। পরিচালনা করেছেন রেজাউল হক রাজারাজ।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে