মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৯:২৬:৪৪

জানেন, বলিউড তারকাদের পছন্দের খাবারগুলো কি?

জানেন, বলিউড তারকাদের পছন্দের খাবারগুলো কি?

বিনোদন ডেস্ক : খাওয়া-দাওয়ার বেলায় ভীষণ কড়াকড়ি, তারপরও প্রিয় খাবার সামনে পেলে লোভ সামলানো কি যায়? খাবারের বেলায় সাধারণ মানুষের মতো তাদেরও আছে বিশেষ পছন্দ। চট জলদি জেনে নেয়া যাক বলিউডের নামিদামি তারকাদের প্রিয় খাবার সম্পর্কে। প্রিয় তারকার সঙ্গে আপনার পছন্দের মিলও হয়ে যেতে পারে।

অমিতাভ বচ্চন : বলিউড শাহেনশা'র পছন্দ বিন্দি ও মুংগি সাথে ডাল। এ দুটি খাবারের জন্য নাকি সবসময় পেট ভেতর আনচান করতে থাকে তার।

শাহরুখ খান : খাবারের প্রতি নিজের বিশেষ দুর্বলতার কথা তো বহুবার প্রকাশ করেছেন কিং খান। সেই ছোটবেলা থেকেই তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে গ্রিল চিকেন।

সালমান খান : বিরিয়ানি সামনে পেলে নিজেকে আর আটকে রাখতে পারেন না সালমান খান। বলিউডের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষ এই ব্যাচেলর খান নিজে যেমন বিরিয়ানি খেতে পছন্দ করেন, খাওয়ানোর ব্যাপারেও বেশ উদার তিনি। গতবছর 'বাজরাঙ্গি ভাইজান'- সিনেমার সব কলা-কুশলীকে আমন্ত্রণ করে নিজ বাসায় আপ্যায়ন করেছেন বিরিয়ানি দিয়ে।

ক্যাটরিনা কাইফ : আপনি যদি ক্যাটরিনার ভক্ত হয়ে থাকেন এবং তাকে মুগ্ধ করতে চান, তবে সিনামন রোল হাতে তার সামনে যেতে ভুলবেন না। বিশেষ করে সল্টওয়াটার ক্যাফের সিনামন রোলের ভক্ত এই অভিনেত্রী।

কারিনা কাপুর খান : নিজেকে স্বঘোষিত পেটুক বললেও খাবার-দাবারের বেলায় বেজায় হিসাবী বলিউড আইকন কারিনা। তবে ইটালিয়ান খাবার স্পেগেটির বেলায় কখনই না নেই কারিনার মুখে। এ ছাড়া চিজের সঙ্গে নিজের হাতে তৈরি পাস্তাও ভীষণ পছন্দ করেন এই নবাব পত্নী।

দীপিকা পাডুকোন : দক্ষিণ ভারতের মেয়ে দীপিকার আস্তানা এখন মুম্বাইয়ে। কিন্তু দক্ষিণী খাবারের কথা ভুলতে পারেননি এ বক্স অফিস কুইন। ইডলি ও সাম্ভারের কথা শুনলেই নাকি জিভে জল আসে। এ ছাড়া সামুদ্রিক খাবারের প্রতিও তার বিশেষ দুর্বলতা রয়েছে।

ভরুন ধাওয়ান : সুঠামদেহী ভরুন ধাওয়ান খাবার নিয়ে বেশ সচেতন। তবে, সামনে পিজ্জার চলে এলে যেন ভুলে যান সব কিছু। পিজ্জার প্রতি দুর্বলতার কারণে স্বাস্থ্য সচেতন এই অভিনেতাকে হয়তো ডন-বৈঠক একটু বেশিই দিতে হয়।

আলিয়া ভাট : ২৩ বছর বয়সী এক তরুণীর সামনে দুটো পথ খোলা। হয় সে তার প্রিয় খাবার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া চালিয়ে যাবে অথবা ওজন ৬৭ কেজি থেকে কমিয়ে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নেবে। আলিয়া ভাট পরেরটাই বেছে নিয়েছিলেন। তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রতি তার দুর্বলতাটা রয়ে গেছে।

আনুশকা শর্মা : ডায়েটের যতই নিয়ম পালন করেন না কেন, বাটার চিকেনের বেলায় কখনই লোভ সামলাতে পারেন না আনুশকা।

অভিষেক বচ্চন : স্পাইসি খাবারের ভক্ত অভিষেকের পছন্দ বাড়িতে তৈরি রাজমা চাউল। পৃথিবীর অন্য কোনো খাবারে নাকি মন ভরে না বচ্চন পুত্রের।

রানবীর কাপুর : জংলি মাটন বিরিয়ানি পেলে একেবারে যেন নিজেকে সঁপে দেন রানবীর। নিজের দাদীকে মানেন সেরা রাঁধুনী হিসেবে। তার মা নিতু তাকে এই বিরিয়ানি খেতে নিষেধ করলেও তিনি জানিয়েছেন, তার চোখের সামনে কেউ এই বিরিয়ানি এনে দিলে নিজেকে সামলাতে পারেন না তিনি। গোগ্রাসে সবটুকু সাবাড় করতে তার খুব একটা সময় লাগে না।
০৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে