মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ১১:১৭:১২

ভক্তের কীর্তি দেখে চাকরির প্রস্তাব শাহরুখের

ভক্তের কীর্তি দেখে চাকরির প্রস্তাব শাহরুখের

বিনোদন ডেস্ক : এপ্রিলেই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ফ্যান’। তার আগেই তাক লাগিয়ে দিলেন বাদশার এক সত্যিকারের ফ্যান। ট্রেলারে নিজের ছবি শাহরুখের ফ্যানের স্থানে বসিয়ে দিয়েছিলেন শিবম জেমিনি।

‘ফ্যান’ ছবির মূল চরিত্র গৌরবের স্থানে নিজেকে কিভাবে দেখালেন শিবম, তা নিয়ে এরই মধ্যেই হইচই পড়ে গিয়েছে। অবাক হয়ে যান শাহরুখ খান নিজেই। শিবম জানান, তিনি শাহরুখের ‘ডাই হার্ড ফ্যান’। তাই শাহরুখকে শ্রদ্ধা জানিয়ে ‘ফ্যান’-এর ট্রেলারে নিজেকে দেখান।

যদিও, শিবমের মতে, এই কাজের জন্য ভিএফএক্স মাল্টিমিডিয়া জানা দরকার। কিন্তু, এই মাল্টিমিডিয়া এডিটিং সফটওয়্যার তিনি সেভাবে জানেন না। এই খবর জানার পরেই শাহরুখ ট্যুইট করে শিবমকে তার সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন। খুশি হয়েছেন শিবমও। ভিএফএক্স স্টুডিওয় শাহরুখের প্রোডাকশন টিমের সঙ্গে কাজ করতে পারবেন ভেবে বেজায় খুশি তিনি।

বলিউড তারকা শাহরুখ খানের প্রস্তাব, 'চলে এসো, আমার সঙ্গে কাজ করবে'। ট্যুইটারে কিং খানের প্রস্তাব পেয়ে উৎফুল্লিত শাহরুখ ফ্যানের উত্তর, 'শাহরুখ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কাছ করতে আমার ভীষণ ভাল লাগবে'।

ফ্যানের একটি ট্রেলর বানিয়েছিলেন শিভম জেমিনি। মার্চ ৬, ২০১৬, নিজের জন্মদিনেই ওই ভিডিও ইউ টিউবে আপলোড করেন শাহরুখের এই ভক্ত। যা দেখে অবাক এবং হতচকিত হন খোদ কিং খান। ওই ট্রেলর এতই ভাল লাগে তার, যে সরাসরি নিজের সঙ্গে কাজের প্রস্তাব দেন বলিউড বাদশাহ্।
০৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে