বিনোদন ডেস্ক : ২০১৬ সালের শুরু থেকেই বলিউড পাড়ায় ব্রেক আপের যেন হিড়িক লেগে গিয়েছে। রণবীর-ক্যারিনা, ফারহান-অধুনা, অানুশকা-বিরাটের পর এবং সেই পথেই হাঁটলেন বলিউডের অনতম অভিনেতা ওম পুরীও। ২৬ বছরের বিবাহিত জীবনে ইতি টাননে প্রবীণ এই দম্পতী। আর এবার সেই পথে হাঁটলেন অক্ষরা হাসান।
অনেকদিন থেকেই তনুজের সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন অক্ষরা। কিন্তু ইদানি নাকি সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। এখন নাকি তারা আর এক সঙ্গে থাকছেন না। সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন দু’জনেই।
শোনা গেছে, অক্ষরার বাবা কমল হাসান ও তনুজের মা রতি অগ্নিহোত্রীই নাকি এর জন্য দায়ি। শমিতাভের পর আর কোনো ভালো বলিউড ছবির অফার নেই অক্ষরার হাতে। লাভ ইউ সোনিয়োর পর থেকে তনুজেরও হাত ফাঁকা। মোট কথা দু’জনের ক্যারিয়ারের এখন টালমাটাল অবস্থা।
আর এমন অবস্থায় প্রেম না করে কমল ও রতি নাকি তাদের ছেলেমেয়েদের ক্যারিয়ারের দিকে নজর দিতে বলেছেন। শোনা গেছে, অক্ষরা আর তনুজও নাকি বাধ্য ছেলেমেয়ের মতো সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তাই সম্পর্ককে আপাতত সরিয়ে রেখে ক্যারিয়ারই গড়তে চান তারা।
০৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই