বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ১০:২৫:২১

ক্যাটরিনার জন্য নতুন বাসা খুঁজে দিলেন, কে তিনি?

ক্যাটরিনার জন্য নতুন বাসা খুঁজে দিলেন, কে তিনি?

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের বাংলো ছেড়ে নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি তার জন্য নতুন বাড়ি খুঁজে দিয়েছেন রেশমা শেট্টি। আর এই রেশমা শেট্টি কে? জানেন?

জানা গেছে, রেশমা শেট্টি সালমান খানের সেক্রেটি। আর সালমান খানের নির্দেশেই নাকি ক্যাটরিনার জন্য তিনি নতুন বাসা খুঁজে বের করেছেন। আর সে বাসাতেই ক্যাটরিনা কাইফ উঠতে যাচ্ছেন।

সূত্রের খবর, গত রবিবারই রেশমা ও ক্যাটরিনাকে একসঙ্গে দেখা গেছে। বান্দ্রায় বেশ কয়েকটি বাড়ি দেখেছেন তারা। কিন্তু কোনো বাড়ি এখনো তাদের পছন্দ হয়নি। এমনিতেই বলিউডে কেউ সমস্যায় পড়লে সাহায্যে এগিয়ে আসেন সালমান খান। আর ক্যাটরিনার ক্ষেত্রে যে ভাইজান একটু বেশিই স্পর্শকাতর হবেন, সে আর আশ্চর্য কী?

তবে কি ‘সিলভার স্যান্ডস’-এর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে শেষে কি খান-বাংলোতেই গিয়ে উঠবেন নায়িকা? এমন গুঞ্জন বলিউডের আনাচে-কানাচে।

তবে এটাই স্বাভাবিক যে, রণবীর কাপুরের সাথে যেহেতু ক্যাটরিনার বিচ্ছেদ হয়েছে, সেহেতু এখন আর রণবীর কাপুরের ফ্ল্যাটে থাকার কোন মানে নেই। আর সে জন্যই হয় তো তিনি নতুন বাসায় উঠতে যাচ্ছেন।
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে