বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০৭:৫০:৫২

আমি বাবা-মায়ের অনাকাঙ্ক্ষিত সন্তান : কঙ্গনা

আমি বাবা-মায়ের অনাকাঙ্ক্ষিত সন্তান : কঙ্গনা

বিনোদন ডেস্ক : নারী কেন্দ্রিক ছবিগুলোতে নিজেকে প্রমাণ করে দেয়া অভিনেত্রী কঙ্গনা রানাউত এবার মুখ খুললেন তার পরিবার নিয়ে। এর অাগে বলিউডের অনেক অজানা বিষয় নিয়ে তিনি সরাসরি কথা বলেছেন। তবে এবার কঙ্গনা জানালেন, তিনি বাবা মায়ের কাঙ্খিত সন্তান ছিলেন না।

কঙ্গনা জন্মানোর আগেই তার জন্মদাতা জানতে পেরেছিলেন, তাদের কন্যা সন্তান হতে চলেছে। ঘটনাচক্রে, কঙ্গনার আগেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তার মা। তাই পরিবার চায়নি আবারো একটি কন্যাসন্তান আসুক তাদের জীবনে।

‘কুইন’ জানান, জন্মের মাত্র দশদিনের মাথায় নিজেদের প্রথম পুত্র সন্তান হারান তার বাবা মা। তবে, বছর ঘুরতে আবারো সন্তান আসে তাদের কোলে। কঙ্গনার বড় বোন রঙ্গোলিকে নিয়ে সেবার আনন্দে মেতে ওঠে গোটা পরিবার। কিন্তু রঙ্গোলির পরে আবারো একটি কন্যা সন্তানকে মেনে নিতে পারেনি পরিবার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে খানিকটা ক্ষোভের সঙ্গেই এই অভিনেত্রী জানান, এসব কথা তার জানার ছিন না। কিন্তু, বাড়িতে কোনো অতিথি এলে বা কোনো পারিবারিক অনুষ্ঠানে তার বাবা মা এই ঘটনাটি গল্পের ছলে শোনান। বারংবার এই একই গল্প শুনে তার জন্মবৃত্তান্ত মুখস্থ করে ফেলেছেন বলে জানান ‘তনু ওয়েডস মনু’-র নায়িকা।
০৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে