বিনোদন ডেস্ক : বলিউড রানি হিসেবে খ্যাতি অর্জন করেছেন অনেক দিন আগেই। তবে এবার নিজের ইচ্ছার কাথা জানালেন বলিউডের এই অভিনেত্রী। নিজের বড় বোন রঙ্গোলির জীবনী নিয়ে একটি ছবি বানাতে চেয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু ছবি ফ্লপ হয়ে যেতে পারে। এই আশঙ্কায় আর এগোন হয়নি। একথা জানিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
গতকাল ফেমিনা ম্যাগাজিনের নতুন কভার পেজ লঞ্চ হয়েছে। সেখানে কঙ্গনার সঙ্গে তার বড় বোন রঙ্গোলিকেও দেখা গেছে। ওই অনুষ্ঠানের ফাকেই বোনের জীবনী নিয়ে ছবি বানানোর ইচ্ছার কথা প্রকাশ করেছেন কঙ্গনা।
কেন বড় বোনকে নিয়ে ছবি বানানোর কথা চিন্তা করেছিলেন কঙ্গনা? এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা জানান, তার বড় বোন রঙ্গোলি অ্যাসিড অ্যাটাকের শিকার হয়েছিলেন। তারপরেও কিন্তু তিনি মানসিকভাবে ভেঙে পড়ে গৃহবন্দি হয়ে থাকেননি। বরং এখন দায়িত্বের সঙ্গে সামলাচ্ছেন পারিবারিক জীবন। পাশাপাশি তিনি কঙ্গনার ম্যানেজারও বটে।
শুধু কি তাই? বরং নিজের থেকেও দিদির জীবন আরো মজার বলে মনে করেন কঙ্গনা। কারণ হিসেবে তিনি বলেছেন, প্রথমদিন থেকেই রঙ্গোলির স্বামী তাকে খুব ভালোবাসেন। কিন্তু কঙ্গনা এখনো পর্যন্ত তেমন কাউকে খুঁজে পাননি। তাই দিদির মতো তার জীবন অতটা রোমাঞ্চকর নয়।
০৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই