বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারি’র মহরত হয়ে গেল ৭ মার্চ। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিপরীতে টালিগঞ্জের শ্রাবন্তী চ্যাটার্জির জুটি বাঁধার খবর এসেছে ভারতীয় গণমাধ্যমেও। তবে খবরটি টুইটারে সবাইকে জানাতে গিয়ে বাংলাদেশের প্রযোজক-নির্মাতাদের একেবারে বাদ দিয়ে গেছেন হিন্দি সিনেমার সমালোচক এবং বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।
'শিকারি’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ইতোমধ্যেই মহরতের খবরটি সাড়া ফেলে দিয়েছে দুই বাংলায়। এমনকি বলিউডের প্রখ্যাত সমালোচক তারান আদর্শও টুইট করে জানিয়েছেন এ খবর।
নিজের টুইটে এসকে মুভিজের কথা উল্লেখ করলেও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার কথা লেখেননি তারান।
তার টুইট ছিল, "ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি প্রকল্পের ঘোষণা দিয়েছে এসকে মুভিজ। এতে অভিনয় করবেন বাংলাদেশি তারকা শাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।"
এরপর মহরতের একটি ছবি পোস্ট করে তিনি আরো লেখেন, "জয়দীপ মুখার্জির পরিচালনায় সিনেমাটির কাজ শুরু হবে ১৫ মার্চ থেকে। শুটিং হবে বাংলাদেশ, ভারত এবং লন্ডনে।"
পরপর দুটি টুইট করলেও তার কোনো টুইটে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নাম দেখা যায়নি। যদিও যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রে এসকে মুভিজের সঙ্গে সমানভাবেই কাজ করবে জাজ, বাংলাদেশে সিনেমাটির মুক্তি এবং পরিবেশনার দায়িত্ব জাজেরই হাতে। সিনেমার বাংলাদেশি অংশের পরিচালক জাকির হোসেন সীমান্তর কথাও উল্লেখ করা হয়নি।
বলিউডের সুপরিচিত সমালোচক এবং বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ নিয়মিত রিভিউ লিখেন ওয়েবসাইট বলিউড হাঙ্গামাতে। এছাড়া তার বক্স অফিস বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘বলিউড বিজ’প্রচারিত হয় জি টিভিতে। -বিডি নিউজ
১০ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস