বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৪:৫৬:২০

বিচ্ছেদের পর এই প্রথম মুখোমুখি রণবীর-ক্যাটরিনা

বিচ্ছেদের পর এই প্রথম মুখোমুখি রণবীর-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের ব্রেক আপের খবর সামনে আসার পর, সবচেয়ে সমস্যায় পড়েছেন অনুরাগ বসু। রণবীর-ক্যাটরিনার মনোমালিন্যের জন্য জগ্গা জাসুস সিনেমাটির  কাজ ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। তবে এবার ব্যক্তিগত সম্পর্ককে দূরে সরিয়ে রেখে পেশার দিকে নজর দিয়েছেন দু’জনে। তারা নাকি আবার শুটিং শুরু করেছেন। ব্রেক আপের পর জগ্গা জাসুসের সেটে মুখোমুখি হয়েছেন রণবীর-ক্যাটরিনা।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, রণবীর-ক্যাটরিনার সম্পর্কের আঁচ পড়েছে জগ্গা জাসুসের উপর। রণবীর শুটিং শুরু করলেও ক্যাটরিনা নাকি ছুতো দেখিয়ে এড়িয়ে যাচ্ছিলেন। চিন্তায় ছিলেন অনুরাগ বসু। এও শোনা গিয়েছিল শুটিংয়ে দেরি হওয়ার কারণে নাকি আবার পিছিয়ে যাবে ছবি মুক্তির দিন।

পরিচালক ও প্রযোজক অনেক চেষ্টা করেছিলেন দু’জনকে আবার একসঙ্গে সেটে আনতে। এখন তাদের চেষ্টা ফলপ্রসু হয়েছে। তবে তাদের অনুরোধেই কি না জানা নেই, শেষ পর্যন্ত সেটে এসেছেন দু’জনেই। রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।

ছবির ফাইনাল সিডিউলের শুটিং শুরু হয়ে গেছে। নিজেদের ব্যক্তিগত ভালো লাগা, মন্দ লাগাকে দূরে সরিয়ে রেখে কাজ শুরু করেছেন তারা। স্বস্তির নিশ্বাস ফেলেছেন পরিচালক ও প্রযোজক। মনে হচ্ছে, যথা সময়েই মুক্তির আলো দেখবে জগ্গা জাসুস।
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে