বিনোদন ডেস্ক : বলিউড হিরাে সালমান খান একের পর এক হয়রানির শিকার হচ্ছেন। তার নামে মিথ্যা মামলা করে তাকে ফাঁসানো হচ্ছে। আজ যোধপুর চিফ জুডিশিয়াল কোর্টে বয়ানে এমন কথা বলেন সালমান খান। ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যা মামলা ও বেআইনি অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আজ আদালতে ডেকে পাঠানো হয়েছিল।
আজ সকালে মুম্বাই থেকে যোধপুর রওনা হয় সালমান। শুনানির সময় তিনি বলেন, 'আমি নির্দোষ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।' সালমানের বোন আলভিরা ও তার বডিগার্ড শেরাও আদালতে উপস্থিত ছিলেন। প্রায় আধ ঘণ্টা আদালতে ছিলেন সালমান।
১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলার সময় কৃষ্ণসার হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এও অভিযোগ, তিনি যে রাইফেলটি দিয়ে হরিণ হত্যা করেন, তার লাইসেন্সের মেয়াদ অনেকদিন আগেই ফুরিয়ে গিয়েছিল। সালমান আর সেটি রিনিউ করাননি।
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই