বিনোদন ডেস্ক : হলিউডে শ্যুটিং করতে গিয়ে এ কি করছেন দীপিকা পাড়ুকোন? বয়ফ্রেন্ড রণবীর কাপুর সঙ্গে নেই, তবে কার সঙ্গে এত রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন সেখান কার রেস্তোরাঁয়? এমন প্রশ্ন এখন সবার মনে মনে। তাহলে কি রণবীরকে ছেড়ে নতুন কোনো সঙ্গীর খোঁজ পেয়ে গিয়েছেন দীপিকা?
লস এঞ্জেলসে শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হলিউড অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যানডার কেজ’ ছবিতে অভিনয় করছেন। কিন্তু সেখানে গিয়ে আর কি কি করছেন দীপিকা? এমন কিছু জানতে না চাইলেও অনেক সময় সামনে চলে আসে।
বুধবার অনেকটা রাত করেই তাকে বেরোতে দেখা গিয়েছে লস এঞ্জেলসের একটি রেস্তোরাঁ থেকে। সেখানে দীপিকার সঙ্গে রয়েছে কেউ একজন। না, সে রণবীর সিংহ নয়। তাহলে বলুনতো কে তিনি? ভাবতেও পারছেন না। তাইতো। তিনি একজন আন্তর্জাতিক তারকা, তবে সিনেমার নন, খেলার জগতের।
২০১৪ সালে এই ব্যক্তির সঙ্গেই একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন দীপিকা। আমির খানও ছিলেন সেই ম্যাচে। খেলার কোর্টেই পরস্পরের গাল গাল ঠেকিয়ে ‘পেকিং’ করতে দেখা গিয়েছিল তাদের। হলিউডে নায়িকা হতে গিয়ে সেই পুরনো ‘চাপ’ কি হঠাৎ আবার বেড়ে গেল?
হলিউড তারকাদের সঙ্গে তো আবার খেলার জগতের তারকাদের সখ্য অনেক বেশি। কেউ বিয়ে করেছেন, তো কেউ দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকছেন। দীপিকা কি তাহলে...?
রণবীর সিং-দীপিকার এই ডেটিংয়ের খবর হয়তো এতক্ষণে পেয়ে গিয়েছেন। দীপিকা এ কথা মুখে না বললেও বলে দিয়েছে ট্যুইটারে। দীপিকারই এক ফ্যান ট্যুইটারে পোস্ট করে দিয়েছেন তার আর সেই ‘তারকা’-র আউটিংয়ের ছবি।
এবার জানতে চান কে সেই তারকা? তিনি আর কেউ নন, টেনিসের দুনিয়ার সবার প্রিয় ‘জোকার’ মানে নোভাক জকোভিচ।
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই