বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেত্রী প্রীতি জ়িন্তা। তার বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা হয়েছিল অনেক। এবার সেই জল্পনার অবসান ঘটালেন গত ২৯ ফেব্রুয়ারি। বিয়ের পর প্রথম সেলফি প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী প্রীতি জ়িন্তা। তার ফেসবুক পেইজে ওই সেলফিটি নিজেই শেয়ার করেছেন।
তবে সেলফিতে তাকে একাই দেখা গেছে। সেখানে স্বামী গেনে গুডএনাফের সঙ্গে দেখা যায়নি সোলজ়ার অভিনেত্রীকে। সেলফি শেয়ারের পাশাপাশি বলিউডের ডিম্বল বিউটি সবার উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 'মানুষ যেখানে চাঁদে পৌঁছে গেছে সেখানে আকাশ ছোঁয়ার বাইরে আরও বড় কিছু ভাবতে হবে। তাই আরো বড় স্বপ্ন দেখুন, অ্যাচিভ করুন অনেক কিছু, মানুষকে ভালোবাসুন বেশি করে।'
আর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তার বক্তব্য, 'প্রতিটি দিনই আমার শুধু ওই একটি দিন নয়!'
উল্লেখ্য, কিছুদিন আগে যখন প্রতীর বিয়ের বিষয় নিয়ে ঝড় উঠে ঠিক তখনি একটি ট্যুইটারে প্রীতি বলেন, 'দয়া করে আমার বিয়ের ঘোষণা আমাকেই করতে দিন।' অথচ অনেকদিন থেকে ছুটিয়ে প্রেম করছেন বলিউডের এই অভিনেত্রী। তার সেই প্রেমিক হলেন অামেরিকা লস এঞ্জেলেসের প্রবাসি গেনে গুডএনাফ।
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই